বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জিমেইল তাদের প্রত্যেক ব্যবহারকারীকে বিনামূল্যে ১৫জিবি করে ফ্রি ক্লাউড স্পেস দেয়। যদি সঠিকভাবে ক্লাউড স্টোরেজ নিয়ন্ত্রণ করা যায় তাহলে প্রায় ১৩ হাজার মেইল রাখা সম্ভব ইনবক্সে। গুগলেই (Google) আছে বিশেষ ফিচার যার মাধ্যমে আপনার ইনবক্সের অবাঞ্ছিত মেইল ডিলিট হবে নিজে নিজেই।
যেভাবে করবেন :
১. প্রথমে ল্যাপটপ বা মোবাইল থেকে জিমেইল (Gmail) ওপেন করুন।
২. সার্চ বারে একটি ফিল্টার আইকন দেখতে পাবেন। যদি ফিল্টার আইকন না পান তাহলে ম্যানুয়ালি সার্চ করুন।
৩. প্রথমে সেটিংসে গিয়ে ফিল্টার অ্যান্ড ব্লকড অ্যাড্রেস-এ ক্লিক করুন। এরপর Create A New Filter এ ক্লিক করুন।
৪. এরপর ওই ফিল্টার অপশনে গিয়ে একদম ওপরে অপ্রয়োজনীয় মেইলের ডোমেইন নাম লিখুন। এরপর তা সেভ করুন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে ক্রিয়েট ফিল্টার অপশনে ক্লিক করুন এবং Delete it অপশনে ক্লিক করুন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel