বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের জনপ্রিয় অনলাইন শপিং সাইট Flipkart এ শুরু হয়েছে Flipkart Big Bachat Dhamaal (ফ্লিপকার্ট বিগ বাচত ধামাল) সেল। গত শনিবার (৪ই ডিসেম্বর) থেকে শুরু হয়েছে এ বিগ সেল। আগামী ৬ তারিখ পর্যন্ত এই সেল লাইভ থাকবে। আর ক্রেতারা সেলের দরুন নানাবিধ পছন্দের প্রোডাক্ট ছাড়ে কিনতে পারবেন। সাশ্রয়ী রেটে কিনতে পারবেন আপনার পছন্দের বিভিন্ন পণ্য। যদিও গত মাসেও এই ‘Big Bachat Dhamaal’ সেলের আয়োজন করেছিল Flipkart। সেই সময় ইলেকট্রনিক্স প্রোডাক্টের ওপর তেমন অফারের প্রাধান্য না থাকলেও, গৃহস্থালির জিনিস এবং ফ্যাশন আইটেম সস্তায় কেনার সুযোগ মিলেছিল। তবে এবার আকর্ষণীয় বিভিন্ন স্মার্টফোনের উপরও ডিসকাউন্ট পাওয়া যাবে।
আসুন ভারতের Flipkart Big Bachat Dhamaal সেলের সেরা অফারগুলি একনজরে দেখে নিই।
Flipkart Big Bachat Dhamaal সেলের অফার
ফ্লিপকার্টের মাইক্রোসাইট অনুযায়ী, তাদের ‘বিগ বাচত ধামাল’ সেলে একাধিক ব্র্যান্ড এবং প্রোডাক্টের ওপর বিশাল ছাড় থাকবে। অন্যদিকে ইউজাররা ফ্রি ডেলিভারি, ইজি রিটার্নের মত বহু সুবিধা উপভোগ করতে পারবে ক্রেতারা । এছাড়া প্রধান সকাল ৮টা থেকে মাঝরাত পর্যন্ত প্রতি ঘন্টায় ‘লুট বাজার’ নামক সাশ্রয়ী অফার মিলবে। শুধু তাই নয়, রাত ১২টা, সকাল ৮টা এবং বিকাল ৪টায় চলবে ‘ধামাল’ ও ‘কম্বো’ ডিল।
শীতের পোশাক বা অন্যান্য জামাকাপড়ের ওপর ৮০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার বিভিন্ন মোবাইল, স্মার্টওয়াচ, কম্পিউটার অ্যাক্সেসরিজ, হোম অ্যাপ্লায়েন্স, কিচেন আইটেম, বিউটি প্রোডাক্ট, কসমেটিকস ইত্যাদি দামের তুলনায় খানিকটা সাশ্রয়ে কেনা যাবে। তাছাড়া কিছু কেনার সময় সুপারকয়েন ব্যবহার করলে অতিরিক্ত ছাড়ের বিকল্প তো থাকবেই। উপরন্তু, ‘ফ্লিপকার্ট লঞ্চ হাব’ সেকশনের অধীনে হাজারেরও বেশি প্রোডাক্টের ওপর ১৫% থেকে শুরু করে ৫০% পর্যন্ত অফ মিলবে।
Flipkart Big Bachat Dhamaal সেলে ব্যাংক অফার সহ iPhone SE (2020) কেনা যাবে ২৫,৯৯৯ টাকায়, Realme Narzo 50A বিক্রি হবে ১০,৪৯০ টাকায়। এছাড়া Realme 8s 5G, Realme GT Master Edition, Realme 8i ব্যাংক কার্ড ক্যাশব্যাক অফারে যথাক্রমে ১৭,৯৯৯ টাকায়, ২১,৯৯৯ টাকায় ও ১২,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আবার Infinix Smart 5, Moto G60, Poco M3 Pro যথাক্রমে ৭,১৯৯ টাকায়, ১৬,৯৯৯ টাকায় ও ১৪,৪৯৯ টাকায় কেনা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।