জুমবাংলা ডেস্ক : প্লাস্টিক যে আমাদের পরিবেশ, বন্যপ্রাণীদের প্রতিদিন বিপাকে ফেলছে, ভিডিওটি দেখলে সে ব্যাপারে আর দ্বিমত থাকবে না। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি সাপ গোটা প্লাস্টিকের বোতল উগরে দিচ্ছে।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী প্রবীণ কাসওয়ান ভিডিওটি শেয়ার করেছেন তার ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে। তাতে দেখা যায়, এক ব্যক্তি সাপটির সামনে দাঁড়িয়ে আছেন এবং তার হাতে একটি স্টিক। সাপটি কিছু একটা গিলে ফেলেছে।
প্রথমে দেখে মনে হবে, তুলানায় একটু বড় কোনো প্রাণীকে ধরে শিকার হিসেবে গিলে ফেলেছে। কিন্তু কিছুতেই যেন স্বস্তি পাচ্ছে না। ওই ব্যক্তিও হাতের স্টিকটি দিয়ে সাপটির গায়ে বুলিয়ে দিচ্ছেন। যেন তাকে কিছুটা শান্ত করার চেষ্টা করছেন।
আসলে সাপটি একটি প্লাস্টিকের বোতল গিলে ফেলেছে। সাপটি যখন বুঝতে পারে এটি কোনো খাদ্য নয়, বরং এই ‘শিকার’-এর হাতে তারই মৃত্যু হতে পারে। সেটা বুঝতে পেরেই বোতল উগরে দেওয়ার চেষ্টা করে।
বহু কষ্টে বোতলটি উগরে দেয় সাপটি। বোতল উগরে দেওয়ার পরই দেখা যায়, সেটি পাঁচশ মিলিলিটারের কোল্ডড্রিংসের।
সাপটিকে দেখেই বোঝা যাচ্ছে এটি বিষধর। বোতলটি উগরে দিয়ে সে রীতি মতো ঝিমিয়ে পড়ে। এত বড় একটি শক্ত প্লাস্টিকের বোতল গিলে ফেলা, আবার সেটিকে পেট থেকে বের করে আনা সাপটির ক্ষেত্রে যথেষ্ট শারীরিক কষ্টসাধ্য বিষয় ছিল।
When it comes to #plastic there is nothing called as throwing away. See how single use plastic like bottles effecting the wildlife & other species. Video may disturb you. pic.twitter.com/swnxAjbyCx
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 10, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।