জুমবাংলা ডেস্ক : বহুপ্রতীক্ষিত অনারের ‘400’ সিরিজের ফোন বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে।
আজ (২২ মে) কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Honor 400 এবং Honor 400 Pro নামের দুটি শক্তিশালী ফোন পেশ করা হয়েছে। এই দুটি ফোনেই স্টাইলিশ লুক ও শক্তিশালী স্পেসিফিকেকশনের পাশাপাশি দারুণ ক্যামেরা রয়েছে। সিরিজের ‘Pro’ মডেলের সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের 200MP ক্যামেরা। এর সঙ্গে এই ফোনে 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
Honor 400 Pro ফোনের দাম
Honor 400 Pro ফোনটি আপাতত মালয়েশিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে ফোনটি অন্যান্য বাজারেও পেশ করা হবে। কোম্পানির এই লেটেস্ট ফোনটি 12GB RAM + 512GB স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ অপশনে বাজারে আনা হয়েছে। মালয়েশিয়ায় এই ফোনটির দাম রাখা হয়েছে MYR 2,699, অর্থাৎ বাংলাদেশের কারেন্সি অনুযায়ী প্রায় 77,000 টাকার কাছাকাছি।
Honor 400 Pro ফোনের ক্যামেরা এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 200MP Super Sensing AI প্রাইমারি ক্যামেরা (f/1.9, OIS) যোগ করা হয়েছে। এর সঙ্গে এতে 50MP টেলিফটো লেন্স (f/2.4, OIS) এবং 12MP আলট্রা ওয়াইড + ম্যাক্রো লেন্স (f/2.2) রয়েছে। ডিটেইলের পাশাপাশি এই ক্যামেরা সেটআপ ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রেও যথেষ্ট উল্লেখযোগ্য।
এই ফোনের ক্যামেরা সেটআপ 50x পর্যন্ত ডিজিটাল জুম সাপোর্ট করে। ফোনটির রেয়ার ক্যামেরা 16384 x 12288 পিক্সেল রেজোলিউশন পর্যন্ত ইমেজ এবং 4K অর্থাৎ 3840 x 2160 পিক্সেল রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম। এই সেটআপে AI ফিচার যোগ করা হয়েছে, যা মাল্টিপার্পস টুল হিসাবে কাজ করে।
Honor 400 Pro ফোনে 50MP সেলফি ক্যামেরা (f/2.0) দেওয়া হয়েছে। এই ক্যামেরা AI-বেসড সেলফি ক্যাপচার এবং 4K ভিডিও (3840 x 2160 পিক্সেল) রেকর্ড করতে পারে। এতে Moving Photo, Gesture Control, Portrait, Timer এবং AI Filters এর মতো বিভিন্ন ফিচার রয়েছে। এই ক্যামেরা 8192 x 6144 পিক্সেল পর্যন্ত রেজোলিউশনে ছবি তুলতে সক্ষম।
ডিসপ্লে
Honor 400 Pro ফোনে 6.7 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1240 x 2800 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার, 1400nits (HBM) থেকে 4500nits (পীক) ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে ইউজাররা স্মুথ ও ভাইব্রেন্ট ভিউইং এক্সপেরিয়েন্স পাবেন।
পারফরমেন্স
Honor 400 Pro ফোনে প্রসেসিঙের জন্য 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর যোগ করা হয়েছে। এই অক্টাকোর CPU এর মধ্যে 1×3.3GHz Cortex-X4, 3x 3.15GHz Cortex-A720, 2x 2.96GHz Cortex-A720 এবং 2x 2.27GHz Cortex-A520 কোর রয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এতে Adreno 750 GPU দেওয়া হয়েছে। এই ফোনটি Android 15 বেসড MagicOS 9.5 এ কাজ করে।
স্টোরেজ
Honor 400 Pro ফোনটি মালয়েশিয়াতে 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 512GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ টেকনোলজি রয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Honor 400 Pro ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারিতে 4 বছরের ডিউরেবিলিটি রয়েছে। এমনকি, 200 বার চার্জ এবং ডিসচার্জ করার পরেও এই ব্যাটারির হেল্থ বজায় থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।