অবৈধভাবে দখল করা সম্পত্তি পুনরুদ্ধারে ভূমি অপরাধ আইনের বিধিমালা হচ্ছে

অবৈধভাবে দখল করা সম্পত্তি পুনরুদ্ধারে ভূমি অপরাধ আইনের বিধিমালা হচ্ছে

জুমবাংলা ডেস্ক : ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩-এর বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। এতে অবৈধভাবে দখল করা সম্পত্তি পুনরুদ্ধারসহ বিভিন্ন ধরনের দিকনির্দেশনা আছে।

বুধবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনটির বিধিমালার খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত কর্মশালায় এ তথ্য জানান ভূমি সচিব খলিলুর রহমান।

অবৈধভাবে দখল করা সম্পত্তি পুনরুদ্ধারে ভূমি অপরাধ আইনের বিধিমালা হচ্ছে
ছবি সংগৃহীত

কর্মশালায় বলা হয়, এটি জনগণের সাংবিধানিক অধিকার বাস্তবায়নের আইন। এ আইনের বিধিমালা এমনভাবে প্রণয়ন করা হচ্ছে, যাতে তা কার্যকরভাবে প্রয়োগ করা যায়।

আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের জন্য মন্ত্রণালয় কাজ করছে। বিধিমালাটি প্রণয়ন হলে সাধারণ মানুষ অনেক ভোগান্তি থেকে রক্ষা পাবে। এ জন্য শিগগির আন্তঃমন্ত্রণালয় সভা করা হবে। এরপর এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত অনুমোদনের পর বিধিমালাটি কার্যকর হবে।

কর্মশালায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকীসহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।