জুমবাংলা ডেস্ক : আড়াইহাজারের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটক করা হয়েছে স্থানীয় যুবলীগ নেতা সাত্তারসহ ৫জনকে। পরে ভ্রাম্যমান আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার মেঘনা নদীতে অভিযানকালে একটি ড্রেজার ও একটি ভলগেট জব্দ করা হয়। এ সময় আড়াইহাজার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার সেখানে উপস্থিত হয়ে ড্রেজার ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। তাকে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযানের সময় আটক করা হয় বালু ব্যবসায়ী নবী হোসেন, কামাল, আজিজ ও মোহাম্মদ আলীকে। তাদের চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন বলেন, ‘আড়াইহাজার, সোনারগাঁ ও কুমিল্লা এলাকায় ইউপি চেয়ারম্যান লতিফ, যুবলীগ নেতা সাত্তারসহ বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আড়াইহাজার উপজেলার চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের ফলে অনেক এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। এ ধরনের অভিযানের ফলে অনেক গ্রাম রক্ষা পাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।