জুমবাংলা ডেস্ক : অবৈধ হ্যান্ডসেটের মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।
মোবাইল হ্যান্ডসেট কেনার আগে ক্রেতাদের ‘আইএমইআই’ বৈধতা যাচাই ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
প্রকাশিত প্রেসবিজ্ঞপ্তিতে সংস্থাটি আরো জানিয়েছে- ২০১৯ সালের পহেলা আগস্ট থেকে যেসব নকল ও ক্লোন হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে যুক্ত হয়েছে সেগুলো অচিরেই সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
বিজ্ঞাপ্তিতে বলা হয়- মোবাইল হ্যান্ডসেট কেনার আগে মেসেজ অপশন থেকে KYD লিখে স্পেস দিয়ে আইএমইআই নম্বর দিয়ে ১৬০০২ নম্বরে পাঠিয়ে বৈধতা যাচাই করতে পারবেন ক্রেতারা।
এছাড়াও, বিক্রেতার কাছ থেকে ক্রয় রশিদ গ্রহণ ও সংরক্ষণের জন্য অনুরোধ জানিয়েছে বিটিআরসি। অচিরেই স্থাপিতব্য ‘ন্যাশনাল ইকুয়েপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ প্রযুক্তির মাধ্যমে অবৈধ হ্যান্ডসেটের মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করবে বিটিআরসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।