জুমবাংলা ডেস্ক : অভিনব জালিয়াতির মাধ্যমে ময়মনসিংহে এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছেন চার শিক্ষার্থী। অকৃতকার্য হওয়ায় যাদেরকে ফরমপূরণ করতে দেয়া হয়নি স্কুল থেকে। তারাই বোর্ডের যোগসাজশে প্রবেশপত্র নিয়ে বসেছেন দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষায়। শিক্ষাবোর্ডের ভয়াবহ এমন অনিয়মের সাথে জড়িতদের বিচার দাবি করেছেন শিক্ষক-অভিভাবকরা। যদিও শিক্ষাবোর্ড চেয়ারম্যানের দাবি, বিদ্যালয়ের শিক্ষকের আবেদনের প্রেক্ষিতেই দেয়া হয়েছে প্রবেশপত্র।
ময়মনসিংহের গৌরিপুরে ডৌহাখলা উচ্চ বিদ্যালয় থেকে টেস্ট পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন, সাইদুল ইসলাম, সাগর আহমেদ, মনোয়ারা ও হ্যাপি।
স্কুল কর্তৃপক্ষ তাদের ফরমপূরণ করতে না দিলেও ৪ জনই দিচ্ছেন এবারের এসএসসি পরীক্ষা। মনোয়ারা ও হ্যাপি ডৌহাখলা থেকেই পরীক্ষা দিচ্ছেন। আর সাইদুল ও সাগর দিচ্ছেন চর জিথুর স্কুল থেকে।
ময়মনসিংহের গৌরিপুরের ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম চন্দ্র রায় বলেন, বোর্ড থেকে শিক্ষার্থীদের প্রবেশপত্র দেয়া হয়েছে। এর বেশি তিনি কিছুই জানেন না বলে জানান ময়মনসিংহের গৌরিপুরের ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চর জিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজবাহ উদ্দিন বলেন, বোর্ডের নির্দেশেই প্রবেশ পত্র দেয়া হয়েছে।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল ফোনে জানান, এমন জালিয়াতিতে রনি নামে যে কর্মকর্তার কথা বলা হচ্ছে এই নামে কেউ নেই। তবে স্কুল দুটির প্রধান শিক্ষকদেরই দুষছেন ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।
এমন অনিয়মে ক্ষোভ জানিয়েছেন, শিক্ষার্থী ও অভিভাবকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।