স্পোর্টস ডেস্ক : আফ্রিদি বলেই তিনি নানা সময়ে আলোচনা-সমালোচনার তুঙ্গে থাকেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম রাউন্ডের প্লে অফের ম্যাচে মাঠে নেমে আবারো আলোচনার জন্ম দিয়েছেন শহিদ আফ্রিদি। সম্পূর্ণ নতুন ধরনের এক হেলমেট পরে মাঠে নেমে নজর কেড়েছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। এরপরই শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন।
পিএসএলের পঞ্চম আসরের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছিল গত মার্চেই। স্থগিত হয়ে যাওয়া পিএসএলের বাকি অংশ আবারো শুরু হয়েছে। প্রথম দিনেই মুলতান সুলতান্সের হয়ে মাঠে নামেন শহিদ আফ্রিদি। তবে যে হেলমেট পরে তিনি ব্যাট করতে নামেন সেটা দেখেই অবাক হয় সবাই।
হেলমেটে দেখা যায়, সাধারণ হেলমেটে সামনের দিকে যে গ্রিল থাকে আফ্রিদির হেলমেটে সেটি নেই। গ্রিল ফেলে দিয়ে তৈরি করা হয়েছে এই হেলমেট। পুরোপুরি নতুন ডিজাইনের করা। আফ্রিদি মাঠে নামার পরই বিষয়টি চোখে পড়ে ধারাভাষ্যকারদের। এরপরই শুরু হয় সোশ্যাল মিডিয়ায় আলোচনা।
ধারাভাষ্যকার বাজিদ খান এবং জন্টি রোডস আফ্রিদির নতুন হেলমেট নিয়ে আলোচনা করেন। অভিনব এই হেলমেট এর আগে কখনো দেখেননি বলে জানান তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।