অভিনেতা থেকে সিনেমার গানের শিল্পি মোশাররফ করিম

মোশাররফ করিম

অভিনয় দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন দর্শকনন্দিত অভিনেতা মোশাররফ করিম। তবে তিনি ভালো গানও করেন। এতদিন ভক্তরা তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন। এবার অভিনেতার কণ্ঠে গানও শুনবেন তারা। এই প্রথম সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মোশাররফ করিম।

মোশাররফ করিম

‘ভালো লাগে না’ শিরোনামের গানটি থাকবে তার অভিনীত আসন্ন ‘বিলডাকিনি’ সিনেমায়। এটি পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন। গানের কথা ও সুরও করেছেন মোশাররফ করিম নিজেই। গানটি বেশ আগেই লিখেছিলেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটি।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে ফজলুল কবীর তুহিন বলেন, প্রায়ই আড্ডাতে ‘ভালো লাগে না’ গানটি গাই আমরা। সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিল। আমার কাছে মনে হলো, গানটি দারুণ মানিয়ে যাবে এই দৃশ্যে।

তিনি আরও বলেন, মোশাররফ করিম ভাইকে জানানোর পর তিনি জানতে চাইলেন গানটি গাইবে কে? তখন তাকে বলি, আপনার কণ্ঠেই ভালো হবে। তিনি সম্মতি জানান এবং গানটি রেকর্ড করি আমরা।

মাত্র ২০ টাকায় পাওয়া যাচ্ছে ‘মেয়েদের মন’

প্রসঙ্গত, কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও কলকাতার পার্নো মিত্র।