জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রাম আমতলা নামক স্থানে নির্মানাধীন ভবনের ছাদ থেকে অজ্ঞাত যুবক(৩০) এর লাশ উদ্ধার করা হয়েছে। নির্মানাধীণ ওই ভবনটি চিত্র নায়িকা ও বিএনপি নেত্রী শায়রিয়ার ইসলাম শায়লার বলে জানা গেছে।
খবর পেয়ে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সুপার মো. আলীমুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানার উপ-পরিদর্শক মানিক মিয়া জানান, চিত্র নায়িকা শাহরিয়ার ইসলাম শায়লার ভবন নির্মানের কাজ চলতেছিল। সকালে শ্রমিকরা কাজ করতে এসে ছাদের ঝুলন্ত অবস্থায় লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি নিহত ওই ছেলের নাম হাবিব, বাড়ি কুমিল্লায়। আমরা আরো খোঁজখবর নিচ্ছি। পিবিআই ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে বলা যাবে এটি হত্যা নাকি আ*ত্মহ*ত্যা।
এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।