হলিউডে ফের এক ভয়াবহ ঘটনা। নিউ জার্সির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ২৫ বছর বয়সি ‘দ্য লায়ন কিং’-খ্যাত অভিনেত্রী ইমানি দিয়া স্মিথকে, যিনি ছোটবেলা থেকে ‘ইয়াং নালা’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। ক্ষতবিক্ষত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ইমানিকে একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। ঘটনার তদন্তে ইমানির প্রেমিক জর্ডান ডি জ্যাকসনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে খুনের অভিযোগে মামলা করা হয়েছে।
ইমানি তার বাবা-মা, ভাইবোন এবং ৩ বছরের এক সন্তানকে রেখে গিয়েছেন। অভিনেত্রীর কাকিমা একটি তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন, যাতে ইমানির শেষকৃত্যের খরচ এবং ভবিষ্যতে তার পরিবার, সন্তান ও পোষ্যদের দেখাশোনার জন্য অর্থ জোগাড় করা যায়।
কাকিমা জানান, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার ভাইঝি ইমানি দিয়া স্মিথকে ২১ ডিসেম্বর তার প্রেমিক হত্যা করেছে। মাত্র ২৫ বছর বয়সেই আমাদের কাছ থেকে চলে গেল। ওর ৩ বছরের সন্তান, বাবা-মা এবং দুই ভাইবোনকে রেখে গিয়েছে। সবাই শোকগ্রস্ত।’
তিনি আরও যোগ করেন, ‘ইমানি ছিলেন অত্যন্ত উজ্জ্বল ও প্রতিভাবান। ‘দ্য লায়ন কিং’-এর ইয়াং নালা চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল। তার উজ্জ্বলতা সবসময় আমাদের মনে থাকবে।’
ইমানির মৃত্যুতে অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেছেন। হলিউডের এই আলোচিত নায়িকার হঠাৎ বিদায় পুরো বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



