‘গন্দি বাত’ নামের এক ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন অভিনেত্রী অন্বেষী জৈন। বেশ কয়কেবার খোলামেলা ফটোশুট করেও সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছেন তিনি।
এবার তিনি হাজির হতে যাচ্ছেন বিগবসের ১৩ তম আসরে। বোঝাই যাচ্ছে এই অনুষ্ঠানে এবার উত্তাপ ছড়াবেন এ অভিনেত্রী।
রোববার থেকে বলিউড সুপারস্টার সালমান খানের উপস্থাপনায় ‘বিগ বস ১৩’ শুরু হতে যাচ্ছে। আয়োজকদের আশা অনান্যবারের মতো জমে উঠবে বিগবসের এবারে আসর।
এবারের আয়োজনে শুধু তারকারাই পারফর্ম করবেন। এই সময়ের আলোচিত তারকাদের মাঝ থেকেই নেয়া হয়েছে বিগবসের পারফর্মারদের।
অন্বেষী জৈনর আগে জানা গেছে এই আয়োজনের আরো কয়েকজন তারকার নাম। এবার প্রেমিক আরহান খানের সঙ্গে বিগ বস মাতাবেন আরেক অভিনেত্রী রেশমি দেশাই।
এবারের অন্য প্রতিযোগীরা হলেন বিজেন্দর সিং, দেবলীনা ভট্টাচার্য, রাজপাল যাদব, দয়ানন্দ শেঠি, সিদ্ধার্থ শুক্লা, মাহিকা শর্মা, মেঘনা মালিক, পবিত্র পুনিয়া ও আরতি সিং।
বিগবসের এবারের আসর বসছে যাচ্ছে মুম্বাইতে। এখানে সালমান খানের সহ উপস্থাপক হিসেবে দেখা যাবে অভিনেত্রী আমিশা পাটেলকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।