২০২১-এ ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনীর উপর ভিত্তি করে মুক্তি পেয়েছিল হিন্দি ছবি ‘শেরশাহ’। সে ছবিতে প্রথম জুটি বাঁধেন সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আদভানি। এবার তারা বাবা-মা হলেন।
২০২৩ সালে ধুমধাম করে বিয়ে হয় সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আদভানির। বিয়ের দেড় বছর মাথায় কন্যা সন্তানের অভিভাবক হলেন তারকা দম্পতি।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকেই তাদের পরিবারের সকলকে দেখা গিয়েছে মুম্বইয়ের হাসপাতালে।
গত মে মাসে মেটা গালার মঞ্চে প্রকাশ্যে দেখা কিয়ারাকে। স্ফীতোদর নিয়ে লাল গালিচায় হেঁটেছিলেন আত্মবিশ্বাসী কিয়ারা। তার পর থেকে আর ক্যামেরার সামনে আসেননি। দিন কয়েক ধরে হাসপাতালে যাতায়াত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সেখানে ছাতা দিয়ে ঢেকে গাড়ি থেকে ওঠানামা করেছেন তিনি। এমনকি ছবিশিকারিরা ক্যামেরা তাক করলে মেজাজ হারাতেও দেখা গিয়েছে হবু বাবা সিদ্ধার্থকে।
মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালে বাইরে দেখা গিয়েছিল সিদ্ধার্থের মা, কিয়ারার বাবা এবং অন্যদের। এবার তাদের সংসারে এলো নতুন অতিথি। দুই থেকে তিন হলেন সিড-কিয়ারা।
গত মার্চ মাসে একটি ছবি ভাগ করে নেন সিদ্ধার্থ ও কিয়ারা। দুই জোড়া হাতের ওপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা- সন্তান আগমনের ইঙ্গিত। সঙ্গে তারা লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।’ অবশেষে অপেক্ষার অবসান। সন্তানের বাবা-মা হলেন তারা। মা ও সন্তান সুস্থ আছে বলেই জানা গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।