ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছিলেন তিনি। এরপর ২০২০ সালে অভিনয়ে নাম লেখান।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন চমক। প্রায় সময়ই সমাজের নানা অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন তিনি। পাশাপাশি নিজের ভালো লাগার অনুভূতিগুলোও শেয়ার করেন।
রাজধানীর সড়ক গুলোতে প্রতিদিন বাড়ছে যানজট। নষ্ট হচ্ছে কর্ম ঘন্টা, তৈরি হচ্ছে জনদুর্ভোগ। যানজটের কারণে সঠিক সময় হাসপাতালে পৌঁছাতে না পেরে অনেকেই রাস্তায় প্রাণ হারাচ্ছেন। দেশের বেশিরভাগ নাগরিকারা মনে করেন রাজধানীতে যানজটের প্রধান কারণ ব্যাটারিচালিত অটোরিকশা। এবার ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে তার পোস্টে নেতিবাচক মন্তব্যে সয়লাব।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, মেইন রাস্তায় ব্যাটারি চালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।
শরীরে আপত্তিকর স্পর্শ করার অভিযোগ, ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা অভিনেত্রীর
অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, রিকশা না চললে আমরা চলবো কীভাবে?’ অন্য একজন অভিনেত্রীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ‘গরিবের পেটে লাথি কেন?
এদিকে নেটিজেনদের একাংশ অভিনেত্রীর মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন। একজন লিখেছেন, ‘এটা ভালো উদ্যোগ’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।