বিনোদন ডেস্ক : অনেক আগে ওপার বাংলার চলচ্চিত্রে নাম লেখান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। ২০১৭ সালে ‘ঝরা পালক’ সিনেমার কাজ করেন জয়া। ওই সময়ে জানানো হয়—স্ত্রী লাবণ্যর সঙ্গে কবি জীবনানন্দ দাশের সম্পর্কের ধূসর দিকটি সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে। তারপর কেটে গেছে দীর্ঘ দিন। অবশেষে প্রকাশ্যে এলো সিনেমাটির ট্রেইলার। তাতে লাবণ্য রূপে ধরা দেখা যায় জয়াকে।
আর পাঁচটি বায়োপিকের মতো নয় ‘ঝরা পালক’। সিনেমাকে ক্যানভাসের মতো ব্যবহার করে কবির জীবন, তার ভাবনা, দুঃখ-কষ্ট, আবেগ এবং আশেপাশের মানুষজনের কাহিনি ফুটিয়ে তুলেছেন পরিচালক সায়ন্তন মুখার্জি।
এতে তরুণ বয়সের জীবনানন্দের ভূমিকায় অভিনয় করেছেন রাহুল অরুণোদয় ব্যানার্জি। অতীতের কিছু কাহিনি সাদা-কালোর আবহে দেখানো হয়েছে। জয়া আহসান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ব্রাত্য বসু, দেবশংকর হালদার, সুপ্রিয় দত্ত, বিপ্লব ব্যানার্জি, কৌশিক সেন প্রমুখ।
লাবণ্য চরিত্র রূপায়নকারী জয়া আহসান বলেন—‘মা ছাড়া জীবনানন্দ দাশের জীবনে একমাত্র নারী চরিত্র লাবণ্য দাশ। প্রথাগত ভাবনা থেকে যেভাবে লাবণ্য দাশকে দেখা হয়েছে আসলে তিনি তেমন ছিলেন না। অনেক বড় অনুপ্রেরণা ছিলেন জীবনানন্দ দাশের। চলচ্চিত্রটিতে সেসবই দেখানো হবে।’
নতুন বছরের ফেব্রুয়ারি মাসে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। তার আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।