ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া। একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয়, এরপর বন্ধুত্ব এবং তারপর সরাসরি বিয়ের পিঁড়িতে বসেন এই দুই তারকা।
দুজনেই অভিনয়শিল্পী হলেও শাওনের আরেকটি পরিচয়, তিনি বিমানের কেবিন ক্রু। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি তারা বিয়ে করেন, সে হিসেবে দাম্পত্য জীবনের প্রায় পাঁচ বছর পার করে দিয়েছেন। কেবিন ক্রু হবার কারণে মাসের প্রায় ২০ দিন দেশের বাহিরে থাকতে হয় শাওনকে। যদিও এসব নিয়ে বিয়ের আগেই তাদের কথাবার্তা হয়েছে।
সম্প্রতি দাম্পত্য জীবনের নানা ঘটনা নিয়ে কথা বলেন শাওন-টয়া। সেখানেই এক ফাঁকে অভিনেত্রী বলে বসেন, আমি বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করিনি।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শাওন বলেন, ৬ মাসের সম্পর্কের মধ্যে সে (টয়া) জেনেছে আমাকে কোন কোন দেশে যেতে হয়। কত দিন থাকতে হয়। যাওয়ার প্রক্রিয়া কী। গেলে কোথায় থাকি। ফ্রি কোনো টিকিট পাই কি না। পাইলে বছরে কতটা ফ্রি টিকিট পাই। আমি তাকে সবই বুঝিয়ে বলি। এছাড়া আমরা ডিসকাউন্টে টিকিট পাই। সেই টিকিট নিয়েই টয়া একদিন জানতে চায় টিকিট পেলে কারা যেতে পারেন।
এবার কারা যেতে পারে সেই প্রশ্নের উত্তরে শাওন বলতে থাকেন, ফ্রি টিকিট পেলে মা, বাবা, সন্তান ও স্ত্রী যেতে পারে। স্ত্রী বলার পরে ওর চোখটা বড় হয়ে গেছে। তখনই আমি বুঝছি এই মেয়ে বিয়ের জন্য ইয়েস বলবে।
তখন পাল্টা টয়া বলেন, আমি বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করি নাই।
টয়ার মতে, তিনি ঘুরতে খুবই পছন্দ করেন। তিনি মনে করতেন, স্বামী বছরের বেশি ভাগ সময় বিমানেই থাকলে, ঘোরাঘুরির জন্য স্ত্রী হিসেবে তার কাছে মনে হবে বাড়তি পাওয়া।
শরীরে আপত্তিকর স্পর্শ করার অভিযোগ, ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা অভিনেত্রীর
এরপর হাসতে হাসতে এই অভিনেত্রী বলেন, যখন দেখলাম সে কখনো কখনো ৪-৫ দিন টানা বাইরে থাকে। সেই সময়টা বা বিভিন্ন সময় তারা চাইলে স্ত্রীদের নিয়ে ঘুরতে পারে। আমি ঘুরতে পছন্দ করি। তখন মনে হলো এই ছেলেটার সঙ্গে ঘোরাঘুরি তো সহজ। লাইফটাও সহজ হয়ে যাবে। ও কোথাও গেলে আমিও ওর পিছু পিছু কোথাও চলে যাব। এটা যে ফ্রি টিকিটের জন্য, তেমনটা নয়। কারণ, বিয়ের ৫ বছরেও এখনো কোনো ফ্রি টিকিট পাইনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।