বলিউডের সত্তর ও আশির দশকের জনপ্রিয় মুখ ছিলেন নাজিমা। সে সময়ের প্রায় সব সিনেমাতেই পার্শ্ব-চরিত্র দেখা যেত তাকে। ভক্তদের কাঁদিয়ে নীরবে চলে গেলেন নাজিমা। ৭৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ভাই জারিন বাবু সোমবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুঃসংবাদটি নিশ্চিত করেন।
টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, নাজিমা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। জীবনের শেষ অধ্যায় তিনি কাটিয়েছেন মুম্বাইয়ের দাদার এলাকায় তার দুই ছেলের সঙ্গে, আলো-ঝলমলে পর্দা থেকে বহু দূরে, নীরবতা ও একাকীত্বে।
চলচ্চিত্রপ্রেমীদের কাছে নাজিমা ছিলেন বলিউডের ‘রেসিডেন্ট সিস্টার’, কারণ, নায়িকাদের বোন, বান্ধবী বা গল্পের প্রাণবন্ত সাপোর্টিং চরিত্রে তিনি ছিলেন অনন্য। ‘দেবদাস’-এ পারোর ছোটবেলার বান্ধবী, ‘আয়ে দিন বাহার কে’-তে আশা পারেখের বোন, ‘ড্রিম গার্ল’-এ হেমা মালিনীর ঘনিষ্ঠ বন্ধু এসব চরিত্রে তার অভিনয় দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলেছে। রাজ কাপুর প্রযোজিত অব দিল্লি দূর নেহি, রাজেশ খান্নার সঙ্গে অউরত ও ডোলি, সঞ্জীব কাপুরের সঙ্গে নিশান এসব সিনেমাতে তার অভিনয় আজও স্মরণীয়। এছাড়া মনচলি, প্রেম নগর, অনুরাগ এবং বেইমান তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র।
ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস, বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী
১৯৪৮ সালের ২৫ মার্চ মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেন মেহর-উন-নিসা, যিনি চলচ্চিত্র জগতে ‘নাজিমা’ নামেই পরিচিত হন। মাত্র ৪ বছর বয়সে ‘বেবি চাঁদ’ নামে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। বিমল রায় পরিচালিত দো বিঘা জমিন-এ বড় বোনের চরিত্রে অভিনয় করেই প্রথমবার দর্শকের নজরে আসেন। নাজিমার চলে যাওয়ায় বলিউড হারালো এক উজ্জ্বল প্রতিভাকে, তবে তার স্মরণীয় অভিনয় দর্শকের হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।