
পূজা বলেন, ‘‘ভৌতিক গল্পের একটি ছবি ‘জ্বিন’। সত্য ঘটনা অবলম্বনে এটি নির্মিত হচ্ছে। বর্তমানে এর শুটিং করছি। এতে আমার চরিত্রের নাম মোনালিসা। কিন্তু সবাই আদর করে মোনা বলে ডাকে। চরিত্রটি খুবই মজার ও চ্যালেঞ্জিং।’’
তিনি আরও বলেন, ‘‘ছবির গল্পে আমার উপর জ্বিন ভরে করে। এর পর আমার মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। ছবির প্রায় প্রতিটি দৃশ্যই ভয়ের। এ ছাড়াও শুটিং সেটে নানা অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে আমাদের। সেসব অন্য কোনো সময় বলবো। সব মিলিয়ে দর্শকদের জন্য দারুণ একটি কাজ হচ্ছে ‘জ্বিন’। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।”
জাজ মাল্টিমিডিয়া প্রযোজনায় ‘জ্বিন’ চলচ্চিত্রে আরও অভিনয় করছেন রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী, হিরা প্রমুখ।
এদিকে ‘জ্বিন’-এর পাশাপাশি ‘শান’ চলচ্চিত্রের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন পূজা। এতে তার সহশিল্পী সিয়াম আহমেদ। অ্যাকশন-থ্রিলার, রোমান্টিক ধাঁচের এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন এম রাহিম। এতে আরও আছেন অভিনেত্রী চম্পা, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, তাসকিন রহমানসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



