বহুদিন পর বাংলা ছবিতে ফিরলেন ভারতের চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। টালিউডের ‘আড়ি’ ছবিতে যশ দাশগুপ্ত আর নুসরাত জাহানের সঙ্গে দেখা যাবে বর্ষীয়ান এই অভিনেত্রীকে। সেই ছবিতে যশের মায়ের চরিত্রে রয়েছেন মৌসুমী।
ব্যতক্তিগত জীবনে দুজনের দারুণ রসায়ন তৈরি হয়েছে। যশ বলছিলেন, ”মাকে হারানোর পর আমার জীবনে একটা ফাঁকা জায়গা ছিল। আবার মৌসুমীদির জীবনেও একটা শূন্যল জায়গা আছে। আমাদের দুজনের একটা মিল আছে। হাসলে চোখ ছোট হয়ে যায়। ছবিটা করতে গিয়ে বুঝতে পেরেছি, আমাদের যোগাযোগটা শুধু ছবির জন্য নয়। এরপরও আমাদের বন্ডিং থেকেই যাবে।”
‘আড়ি’ ছবির প্রিমিয়ারে যশের হাত ধরেই আসলেন মৌসুমী। এদিন শাড়ি পরে এসেছিলেন, আর তাকে দেখতে খুব সুন্দর লাগছিল। এই প্রসঙ্গে একটা মজার মন্তব্যে করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। তিনি বলেন, ‘যে গরম, তাতে হাফ প্যা ন্ট পরে এলে তো হবে না! আমার শ্বশুরের আত্মা কাঁপবে।’
ছবি মুক্তির জন্য যখন কলকাতা পৌঁছান অভিনেত্রী, তখনই বেশ গরম পড়েছে। ছবির প্রচার থেকে প্রিমিয়ার, মৌসুমীকে দেখা গেছে শাড়িতেই। আসলে তার শ্বশুর কিংবদন্তী গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের সম্মান রক্ষার দায়িত্ব যে রয়েছে, সেই কথাই মজা করে হলেও বলেছেন অভিনেত্রী।
হেমন্ত মুখোপাধ্যায়ের ব্যাপক অবদান রয়েছে মৌসুমীর ক্যারিয়ারে। মৌসুমীর ছবির জগতে যে উত্থান, সেখানে শ্বশুরের প্রভাব ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।