ভাইবোন দিবসে (সিবলিং ডে) নতুন চিরন্তন বন্ধনের ছবি প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তিনি। কিছু দিন আগেই সিবিআই সুশান্ত সিং রাজপুত মৃত্যু-মামলার চূড়ান্ত রিপোর্ট পেশ করেছে। সেখানে বলা হয়েছে, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। বেকসুর প্রমাণিত হয়েছেন রিয়া।
বিশেষ দিনে ভাইয়ের সঙ্গে ছবি দিয়ে মনের আনন্দ আর পারস্পরিক বন্ধনের কথাই বোধহয় তুলে ধরলেন তিনি। ২০২০ সালে অভিনেতার মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, মাদকযোগ, এমনকি খুনের অভিযোগও উঠেছিল রিয়ার বিরুদ্ধে।
এক মাস সংশোধনাগারেও থাকতে হয়েছিল অভিনেত্রীকে। অবশেষে সেই সব অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। তাই এবার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করছেন রিয়া।
বৃহস্পতিবার অভিনেত্রী একটি ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইয়ের কাঁধে মাথা রেখে অভিনেত্রী, শান্তিতে চোখ বুজে রয়েছেন শৌভিক চক্রবর্তীও। রিয়া এই ছবি ভাগ করে নিয়ে লিখেছেন, ‘ছোট্ট ভাই আমার। জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হল।’
সিবিআই ছাড়পত্র দেওয়ার পরে শৌভিক প্রথম বার মুখ খুলেছিলেন এই ঘটনায়। তিনি বলেছিলেন, ‘সত্যের জয় হয়েছে।’ গত পাঁচ বছর পরস্পরের পাশে থেকেছেন ভাইবোন। পরস্পরকে প্রতিনিয়ত সাহস জুগিয়েছেন। এই পাঁচ বছরে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন রিয়ার মা-ও।
ভুলেও পরিবারের সামনে দেখবেন না! নেট দুনিয়ার সেরা কিছু রোমান্টিক ওয়েব সিরিজ
কিছু দিন আগে এক সাক্ষাৎকারে রিয়ার এক বান্ধবী জানিয়েছিলেন, এই পরিস্থিতিতে রিয়ার মায়ের কথা বন্ধ হয়ে গিয়েছিল। গলা দিয়ে আওয়াজ বার হত না। মন্দিরে গিয়ে হাতজোড় করে ঘণ্টার পর ঘণ্টা নাকি তিনি দাঁড়িয়ে থাকতেন। সেই সময়ে ওরা শুধুই নিজেদের নিরাপত্তার জন্য প্রার্থনা করতেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।