বর্তমান সময়ের অভিনেত্রী সাদিয়া আয়মান। ক্যারিয়ারে নাটকের পাশাপাশি সিনেমাও করেছেন। পেয়েছেন জনপ্রিয়তা। সম্প্রতি এক সাক্ষাৎকালে অভিনেত্রী নিজের ব্যক্তিগত নানান বিষয়ে কথা বলেছেন।

জানান, ব্যক্তিজীবনে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে বলেই নিজেকে ‘রানি’ বলে ভাবতে ভালোবাসেন তিনি। কাজ, আত্মবিশ্বাস আর ব্যক্তিগত অর্জন—সব মিলিয়ে সাদিয়া নিজেকে তুলে ধরতে চান।
সাদিয়া বলেন, ‘আমি নিজের কাছে কুইন। সব সময়ই নিজেকে কুইন মনে করি। আর শুধু আমি না, প্রতিটি মেয়েই নিজেদের কুইন ভাবতে পছন্দ করে। আমি সেলফ ডিপেন্ডেন্ট একজন নারী। অভিনয়ই আমার পেশা। নিজের আয় দিয়ে নিজের খরচ নিজেই চালাই—চলাফেরা, শপিং, ঘোরা—সব করি নিজের মতো করে। তাই আমি নিজেকে কুইন বলি। আমার মনে হয় প্রতিটি মেয়েই সমাজে স্বাধীনভাবে নিজেদের দেখতে চায়।’
সম্প্রতি ব্যস্ততার মাঝে কিছুটা সময় বের করে ঘুরে এসেছেন কক্সবাজার থেকে। সেই ভ্রমণের নাম তিনি দিয়েছেন—‘কুইন রিট্রিট’। এ বিষয়ে সাদিয়া বলেন, ‘টানা কাজের পর একটা ব্রেক দরকার হয়। নিজের মতো সময় কাটাতে ভালো লাগে। বন্ধুরা আড্ডা দিতে চাইলেও সময় হয়ে ওঠে না। দীর্ঘদিন ধরে আমার স্কুল-বন্ধু নাজিয়া বিনতে আশরাফের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলাম। সে–ও চাকরি করে, আত্মনির্ভরশীল। সে–ও নিজেকে রানি ভাবে।’
সময় মিলতেই দুজন বেরিয়ে পড়েন। ‘স্বাধীনভাবে ঘুরতে যাওয়া সত্যি দারুণ লাগে,’ জানান সাদিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



