জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে কটুক্তির অভিযোগ এনে যুবলীগ নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কলেজ শিক্ষক রাজিবুল আলমের (৫২) জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১০ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তহিদুল ইসলামের আদালতে দাখিল করা হলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করেন।
জামিন আবেদনে এ মামলার আসামির পক্ষের কৌঁশুলি অ্যাডভোকেট আব্দুল বারী জানান, একই ঘটনায় জড়িত একই ব্যক্তি এবং একই এজাহারে দুই থানায় জিআর মামলা রেকর্ডভুক্তির আইনগত কোনো অপশন নেই। মামলাটি যে ঘটনাকে কেন্দ্র করে হয়েছে, সেই ঘটনায় অভিন্ন এজাহার আমলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ঈশ্বরদী থানায় একটি জিআর মামলা রেকর্ডভুক্ত হয়েছে।
ঈশ্বরদী থানায় রুজু হওয়া জিআর মামলা নং ৫৮১/২১ তারিখ: ০৬/১২/২০২১ মামলাটি চলমান থাকা অবস্থায় একই অভিযোগে করা কুষ্টিয়া মডেল থানায় করা মামলাটি চালু রাখার স্বপক্ষে আইনগত সমর্থন নেই বলে বিজ্ঞ আদালতকে অবহিত করেন এই কৌঁশুলি।
অপর কৌঁশুলি অ্যাডভোকেট এনামুল হক বলেন, ‘রাজিবুল আলম তার নিজের ফেসবুক আইডিতে কোনো পোস্ট করেননি। তারই সহকর্মী অপর এক কলেজ শিক্ষকের দেওয়া পোস্টের কমেন্টস বক্সে গিয়ে পোস্ট সম্পর্কে কমেন্টস করার দায়ে তার বিরুদ্ধে এই মামলা হতে পারে না বলেই মনে করি।’
কলেজ শিক্ষক রাজিবুল আলমের স্ত্রী আসমা খাতুন বলেন, ‘আমি হতাশ, আমি আতঙ্কিত এবং শংকিত। উচ্চ আদালতের নির্দেশ মতে সংশ্লিষ্ট কুষ্টিয়া মডেল থানার আদালতে আত্মসমর্পন করার পর রাজিবুলকে পুলিশ রিমান্ডে দেওয়াটাই হলো উদ্দেশ্য।’
তিনি আরও বলেন, ‘রাজিবুল স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙঙ্গে জড়িত। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মতের কারণে ওকে একের পর এক হয়রানীর শিকার হতে হচ্ছে। কুষ্টিয়া আদালতের সর্বোচ্চ বিচারকের রায়ে যেহেতু জামিন মঞ্জুর হয়নি। ন্যায় বিচার প্রার্থনা করে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব।’
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁশুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কুষ্টিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আসামি রাজিবুল আলমের জামিন শুনানি শেষে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।