স্পোর্টস ডেস্ক: অনেক অপেক্ষার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ৯৮তম খেলোয়াড় হিসেবে টেস্টে অভিষেক হয়েছে ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বির। প্রথম শ্রেণির ক্রিকেটে ইয়াসিরের পরিসংখ্যানটা নেহায়েত মন্দ নয়। তবে অনেক প্রতীক্ষার পর যখন অবশেষে টেস্ট অভিষেক হলো, তাতে দেখা গেল না সে পরিসংখ্যানের ছাপ। হাসান আলীর বলে বোল্ড হলেন ব্যাট প্যাডের মাঝে বিরাট বড় ফাঁক রেখে। তাতে ঘরের মাঠে অভিষেকটা আর রাঙানো হলো না তার।
অভিষেক বলেই হয়তো, শুরুতে বেশ স্নায়ুচাপে পড়ে বেশ নড়বড়েই মনে হচ্ছিল তাকে। ১২তম বল খেলে ফেললেও তখনো তিনি খোলেননি রানের খাতা, হাসান আলীর ভেতরে ঢোকা বলটা মিস করে গিয়েছিলেন। তা গিয়ে আঘাত হেনেছিল স্টাম্পে। যদিও রিভিউতে দেখা গেছে, তা মিস করে গেছে লেগ স্টাম্পও, সে যাত্রায় তাই বেঁচে গিয়েছিলেন তিনি।
১৪তম ডেলিভারিতে গিয়ে রানের খাতা খোলেন তিনি। প্রতিপক্ষ শিবিরের সেরা বোলার শাহিন আফ্রিদিকে দারুণ এক কভার ড্রাইভে চার মেরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাউন্ডারি আর রানটা পেয়ে যান তিনি।
তবে ভুলটা করলেন এরপরের ওভারেই। হাসান আলীর বলটা ভেতরে ঢুকে গিয়েছিল, ইয়াসির সেটা সামনের পায়ে খেলতে গিয়ে রেখে দিয়েছিলেন ব্যাট-প্যাডের মাঝে বিরাট এক ফাঁকা জায়গা। তাতেই ছত্রখান হয় তার স্টাম্প, অভিষেক ইনিংসটা থামে মাত্র চার রানেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।