জুমবাংলা ডেস্ক : ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে যুবদলের তিন নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। অভ্যন্তরীণ কোন্দলের জেরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া ব্রিজের সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- যুবদল নেতা রফিকুল ইসলাম, হাসেম মোল্লা ও মাসুদ রানা। আহতদের মধ্যে রফিকুল ও হাসেম মোল্লাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর মাসুদ রানা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত হাসেম মোল্লা খানমরিচ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এবং রফিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক। তাদের বাড়ি উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দাদীঘি গ্রামে। আর মাসুদ রানার বাড়ি উপজেলার মন্ডতোষ গ্রামে। তিনি মন্ডতোষ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
স্থানীয় ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ময়দানদীঘী থেকে ভাঙ্গুড়ায় আসার পথে ছাত্রদলের কতিপয় নেতাকর্মী লোহার রড ও হকিস্টিক দিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় যুবদল নেতা রফিকুল, হাশেম মোল্লা ও মাসুদ রানাকে জখম করে ফেলে রেখে যায় হামলাকারী ছাত্রদল কর্মীরা। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, জনৈক ছাত্রদল নেতার সঙ্গে বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।