অমিতাভ বচ্চনের মতো দেখতে কে এই সবুজ?

অমিতাভ বচ্চনের মতো দেখতে কে এই সবুজ?

বিনোদন ডেস্ক : ২০১৮ সালে স্টিভ ম্যাককারি নামের বিখ্যাত এক ফটোগ্রাফার একজন আফগান শরণার্থীর মুখচ্ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন। যা দ্রুতই ছড়িয়ে পড়ে সকল মাধ্যমে।

অমিতাভ বচ্চনের মতো দেখতে কে এই সবুজ?

সেই সময় নেটিজেনরা ধারণা করেছিলেন, ছবিটি সম্ভবত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের। কেননা, সেই সময় ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার জন্য ঠিক এমন লুকেই দেখা গিয়েছিল বিগবিকে।

সম্প্রতি আবারো একই স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হাত থেকে অন্য হাতে ঘুরছে। নেটিজেনরা এখনও অবাক হচ্ছেন। ভাবছেন তিনি বুঝি অমিতাভ বচ্চন!

এক নেটিজেন লিখেছেন, ‘মেকআপ দেওয়ার পর তাকে অমিতাভ বচ্চনের মতো লাগছে।’ আরেক জন লিখেছেন, ‘আমি ভেবেছি ইনি অমিতাভ বচ্চন।’

শুধু তা-ই নয়, আরেক ব্যবহারকারি লিখেছেন, ‘মনে হচ্ছে এটি অমিতাভ বচ্চনের গুলাবো সিতাবো সিনেমার লুক।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘আমি ভেবেছি, এটি অমিতাভ বচ্চনের আগামী সিনেমার লুক!’

তবে এটি মোটেও অমিতাভ বচ্চন না। যার আরও প্রমাণ মেলে ছবিটির সঙ্গে জুড়ে দেওয়া স্টিভ ম্যাককারির ক্যাপশন থেকে। তিনি জানান, ৬৮ বছর বয়সী অমিতাভ বচ্চনের মত দেখতে সেই লোকটির নাম সবুজ, যিনি মূলত পাকিস্তানে বসবাসরত একজন আফগান শরণার্থী।  সূত্র- এনডিটিভি

‘চরম দুঃসময়ে দামি জামা কিনে দিয়েছিলেন সুনিল শেঠি’ বলে কাঁদলেন সালমান খান