স্পোর্টস ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় বিপক্ষকে কড়া জবাব দিতে পিছপা থাকেন না ভারতের প্রাক্তন ক্রিকেটার অমিত মিশ্র। মাঠে যেরকম স্পিনের ভেল্কিতে বিপক্ষকে জবাব দিতেন সেরকই সোশ্যাল মিডিয়ার পিচে তিনি বিপক্ষকে ভেল্কি দিচ্ছেন। ক্রিকেট ছাড়ার পরে তিনি এখন সোশ্যাল মিডিয়ার মাঠে সক্রিয়। বিভিন্ন বিষয় নিয়ে টুইট করেন। এছাড়া মজাও করতে পারেন। সম্প্রতি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তাঁর একাধিক টুইট ভাইরাল হয়েছে। আলোচনার শীর্ষে এসেছে তাঁর টুইট। তবে সম্প্রতি তিনি আফগানিস্তানের জয় নিয়ে একটি টুইট করেন, যার উত্তরে তাঁকে কড়া ভাষায় জবাব দেন পাকিস্তানি অভিনেত্রী। তবে পাকিস্তানি অভিনেত্রীর জবাবে চুপ করে থাকেননি অমিত মিশ্র। তিনিও পাল্টা জবাব দেন। যা বেশ ট্রেন্ডিং।
সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আফগানিস্তানের জয় চেয়ে একটি টুইট করেন তিনি। কারণ পাকিস্তান বনাম আফগানিস্তানের মধ্যে ম্যাচে আফগানিস্তান জিতলে তবেই ভারত এশিয়া কাপের ফাইনালে প্রবেশ করতে পারত। তাই আফগানিস্তানকে সমর্থন করে অমিত মিশ্র টুইটে লেখেন, “যদি আফগানিস্তান পাকিস্তানকে পরাস্ত করতে পারে তাহলে আমি গোটা সপ্তাহ আফগান চাপ খাব।” তিনি প্রার্থনা করলেও তাঁর প্রার্থনা কাজে দেয়নি। আফগানিস্তান এক উইকেটে পরাস্ত হয়। এরপর পাকিস্তানের শেহার শিনওয়ারি নামে এক অভিনেত্রী অমিত মিশ্রর টুইটের উত্তর দেন। উত্তরে তিনি লেখেন, “আহা, বেচারা মিশ্র তোমাকে এবার পুরো সপ্তাহ ঘুঁটে খেতে হবে।” বিপক্ষ দেখের অভিনেত্রীর কাছ থেকে ধাক্কা খেয়ে চুপ থাকার পাত্র নন অমিত মিশ্র। তিনি পাল্টা টুইট করেন।
অমিত মিশ্র লেখেন, “না, আমার পাকিস্তানে যাওয়ার কোনও পরিকল্পনা নেই।” অর্থাৎ, পাকিস্তানের খাওয়ার নিয়ে তিনি কিছুটা খোঁটা দেন। অমিত মিশ্রর থেকে এই উত্তর পাওয়া পর পাকিস্তানি অভিনেত্রী আর পাল্টা কিছু বলার সাহস দেখাতে পারেননি। ফলে সেই কথোপকথনটা সেখানেই থেমে যায়।
ম্যাচটা হাড্ডাহাড্ডি হয়েছে। আফগানিস্তান অল্প রান করেও পাকিস্তানকে কড়া লড়াইয়ের সামনে ফেলেছিল। শেষ পর্যন্ত এগোয় ম্যাচ। কিন্তু শেষ হাসি হাসে পাকিস্তান। নার্ভের লড়াইয়ে জিতে যায় বাবর আজমরা। তবে পাকিস্তানের জয়ের পিছনে সবথেকে বড় ভূমিকা ছিল নাসিম শাহর। তিনি শেষ দুই বলে দুটো ছয় মেরে দলকে ম্যাচ জেতান। আফগানিস্তানের হারের ফলে ভারত এশিয়া কাপ থেকে ছিটকে গেছে। ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।