আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রক্ত দিয়ে চিঠি লিখেছেন দেশটির নারী শুটার বর্তিকা সিং।

চিঠিতে ধর্ষকদের শাস্তি কার্যকর করার দায়িত্ব মেয়েদের হাতেই তুলে দেয়ার দাবি জানানো হয়েছে।
এছাড়া নির্ভয়ার চার ধর্ষককে নিজে হাতে ফাঁসিতে ঝোলাতে চান বলেও উল্লেখ করেছেন আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে প্রতিনিধিত্বকারী ওই যুবতী।
অমিত শাহকে পাঠানো চিঠি দেখিয়ে বর্তিকা বলেন, ‘আমি নিজের হাতে নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত চারজনের ফাঁসি দিতে চাই। এর ফলে দেশের মানুষের কাছে বার্তা পৌঁছবে যে নারীরাও ফাঁসি দিতে পারেন।
‘আমার মনে হয়, এর ফলে সমাজে আমূল পরিবর্তন আসবে। আর অপরাধীরাও নারীদের ওপর নির্যাতন করতে ভয় পাবে। আমি চাই, দেশের সব অভিনেত্রী এবং নারী সংসদ সদস্যরা আমার এই সাহসী উদ্যোগের সমর্থনে এগিয়ে আসবে। আশা করি এর ফলে অবস্থার পরিবর্তন হবে।’
জানা গেছে, ১৬ ডিসেম্বর নির্ভয়ার চার ধর্ষকের ফাঁসি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এক ধর্ষক অক্ষয় ঠাকুর রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় ফের ফাঁসি স্থগিত হয়ে যায়।
বিষয়টিতে ক্ষুব্ধ হয়ে ওঠে নির্ভয়ার পরিবার। ধর্ষকরা শাস্তি এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করছে বলে অভিযোগ জানিয়ে আদালতে মামলা দায়ের করেন নির্ভয়ার মা।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.