জুমবাংলা ডেস্ক: অযৌক্তিকভাবে তেলের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
তিনি বলেন, ‘তেলের দাম বৃদ্ধিতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। পণ্যের উৎপাদন ও পরিবহণ ব্যয় বাড়বে। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন অতিষ্ঠ। এ অবস্থায় তেলের দাম বৃদ্ধি মানুষের জীবনযাপন আরও কঠিন করে তুলবে।’
বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাবেক অতিরিক্ত সচিব ড. নূরন্নবী মৃধার দলে যোগদান অনুষ্ঠানে জিএম কাদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নয় সেবার মনোভাব নিয়ে দেশ পরিচালনার জন্য সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এই অজুহাতে স্থানীয়ভাবে দাম বাড়ানো হয়েছে। কিন্তু করোনাকালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক কম ছিল, তখন তো কমানো হয়নি। তখন যে পরিমাণ টাকা লাভ হয়েছে সেই টাকা কোথায় গেল তা জানতে চাই।
‘ভর্তুকি দিয়ে হলেও তেলের দাম সহনীয় রাখতে হবে,’ যোগ করেন জি এম কাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।