সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অরক্ষিত রেল ক্রসিংয়ে মাইক্রোবাসের সাথে ট্রেনের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই আটজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও সাতজন জখম হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
উল্লাপাড়া থানার ওসি কৌশিক আহমেদ বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার রেলক্রসিং এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ৮ যাত্রী মারা গেছে।
মৃতদের পরিচয় এখনও অবধি জানা যায়নি উল্লেখ করে ওসি আরও বলেন, জখমদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


