বিনোদন ডেস্ক: প্রায় তিন বছর পর কলকাতায় শো করতে আসবেন অরিজিৎ সিং। বলিউডের প্রথম সারির গায়ক তিনি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বলিউডে স্বপ্নের মতো যাত্রা তার। অরিজতের শো ঘিরে তাই বাড়তি উন্মাদনা কলকাতাবাসীর।
আগামী বছর ১৮ ফেব্রুয়ারি কলকাতায় অরিজেতের লাইভ শো। এখন থেকেই টিকিটের জন্য হাহাকার। এক অনলাইন সংস্থায় কাটা যাচ্ছে অরিজিতের শোয়ের টিকিট। সেখানেই উপচে পড়া ভিড় অনুরাগীদের। যদিও টিকিটের মূল্য দেখে চোখ কপালে অনেকেরই।

ইকো পার্কের মতো খালি জায়গা বড় করে স্টেজ করে শো-এর ব্যবস্থা করা হবে। কলকাতা ভাসবে অরিজিতের গানে। ওই শোতে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে আসনগুলো। সর্বনিম্ন ব্রোঞ্জ, তারপর সিলভার, তারপর গোল্ড, প্ল্যটিনাম ও সর্বোচ্চ ডায়মন্ড।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ব্রোঞ্জের আসনের মূল্য ২৫০০ টাকা। অন্যদিকে ডায়মন্ড আসনগুলোর মূল্য ৫০ হাজার টাকা পর্যন্ত। তবে দামে আটকাচ্ছে না। এখন থেকেই টিকিট কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা।
যতদূর জানা গেছে, ডায়মন্ড আসনগুলোতে যারা টিকিট কাটবেন তারা মূল স্টেজের সামনে বসে কনসার্ট দেখার সুযোগ পাবেন। সঙ্গে পাবেন খাবার ও পানীয়ের ব্যবস্থা। থাকছে বিনামূল্য গাড়ি পার্কিংয়ের সুবিধা। অন্যদিকে, ব্রোঞ্জ টিকিট একেবারে পেছনের দিকে।
তবে শিল্পী দূরে থাকার ফলে বড় বড় এলিডি স্ক্রিনের ব্যবস্থা থাকবে। সেখানেই চোখ রাখতে পারবেন দর্শক। থাকবে বড় বড় সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও। প্রিয় শিল্পীর এই লাইভ কনসার্ট মিস করতে চান না কেউই। তাই এখনই আসন বুক করে রাখছেন সবাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



