বিনোদন ডেস্ক:অরিজিৎ মানেই সুপারহিট গান। সাধারণ গানকেও অসাধারণ করে তোলেন তিনি, তাও নিজের ম্যাজিকে। তাঁর হাসিমুখ দেখলে প্রাণ জুড়িয়ে যায় অনুরাগীদের। ভারতের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে।
কম কথার মানুষ অরিজিৎ, গ্ল্যামারাস লাইফ মোটে পছন্দ নয় তাঁর। তাই তো মুম্বাই নয়, মুর্শিদাবাদের বাড়িই তাঁর স্থায়ী ঠিকানা। ‘ফেম গুরুকুল’ দিয়ে শুরু হয়েছিল অরিজিতের সফর। সে প্রায় দুই দশক আগের কথা। তারপর দীর্ঘ সময় মুম্বাইতে স্ট্রাগল করেছেন গায়ক, প্রীতমের সহকারী হিসেবে কাজ করেছেন স্টুডিওতে।
সঙ্গে চালিয়ে গেছেন গানের রেওয়াজ। এমনিতে সারাক্ষণ হাসিমুখেই দেখা মেলে অরিজিতের, কিন্তু গায়ককে কখনো রাগতে দেখা যায়নি।
গান গাইতে গিয়ে টেকনিক্যাল কারণে সমস্যায় পড়ে একবার মেজাজ হারিয়েছিলেন অরিজিৎ। সম্প্রতি ভাইরাল গায়কের বহু বছরের পুরনো এক ভিডিও। সেখানে অল্প বয়সী অরিজিৎকে দেখা গেল ভরা মঞ্চে ‘নাদান পরিন্দে’ গাইছেন। অথচ গাওয়ার সময় স্ট্যান্ডে রাখা মাইকটি বারবার নড়ে যাচ্ছিল। এতেই রেগে আগুন গায়ক। চিৎকার করে ওঠেন তিনি। বলতে শোনা যায়, ‘কেউ এই মাইকটি ফিক্স করুন’। সঙ্গে একটি ‘অশ্লীল’ শব্দও প্রয়োগ করে বসেন অরিজিৎ। তা শুনে চোখ গোল গোল অনেকেরই। সম্প্রতি অরিজিতের একাধিক ফ্যান ক্লাবের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিও।
রহমানের সুরে রণবীরের ‘রকস্টার’ ছবির ‘নাদান পরিন্দে’ গানটি গেয়েছিলেন মোহিত চৌহান।
অরিজিৎ ভক্তরা এ বিষয়টি খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন। মঞ্চে অনেকক্ষণ ধরে পারফর্ম করে বেশ ক্লান্ত ছিলেন অরিজিৎ, সেখানে বারবার ওই মাইকের জন্য সমস্যায় পড়তে হচ্ছিল তাঁকে। গানে মনোযোগ দিতে পারছিলেন না তিনি। তাই রেগে যাওয়াটাই স্বাভাবিক―দাবি ভক্তদের।
মাটির মানুষ অরিজিৎ মাটিতে পা দিয়ে চলতেই ভালোবাসেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন আগের চেয়ে আরো পরিণত তিনি। মঞ্চে গান গাওয়ার সময় অনুরাগীদের আবদার সব সময়ই হাসিমুখে পূরণ করেন।
দুবাই থেকে ঘুরে এসেও সিঙ্গেল লিখে নোবেলের স্ট্যাটাস, যা বললেন স্ত্রী সালসাবিল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।