বিনোদন ডেস্ক : সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের খ্যাতিমান গায়ক অরিজিৎ সিং (Arijit singh)। মৃদু উপ*সর্গ নিয়ে আপাতত তিনি মুম্বাইয়ের বাড়িতে আইসোলেশনে আছেন। খবর আনন্দবাজার পত্রিকার। আক্রান্তদের গত জুন মাসে সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলেন অরিজিৎ। জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে অক্সিজেন কনসেনট্রেটরসহ চিকিৎসা সরঞ্জাম তুলে দিয়েছিল অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা।
বহরমপুরে অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ধৃতি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ৫টি হাইফ্লো নেজাল অক্সিজেন (এইচএফএনও) মেশিন এবং ১০টি অক্সিজেন কনসেনট্রেটর স্বাস্থ্য দপ্তরকে দেওয়া হয়েছে।
এ ছাড়া ক**রোনা আবহে গ্রামের মানুষদের সাহায্য করতে অনলাইন কনসার্ট করেছিলেন। সেখান থেকে যা আয় হয়েছিল, তার সবটাই গ্রামের চিকিৎসার জন্য দান করেছিলেন তিনি। তবে এবার নিজে আক্রান্ত হয়ে চার দেয়ালের ঘেরাটোপে গায়ক।
টালিউড ও বলিউডে বহু তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। বাদ পড়েননি গানের জগতের মানুষরাও। সপরিবার করোনা আক্রান্ত সোনু নিগম।
প্রাণঘাতী এই ভাই**রাসে আক্রান্ত গায়ক-সংগীত পরিচালক বিশাল দাদলানিও। এবার তালিকায় নতুন সংযোজন অরিজিৎ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।