বিনোদন ডেস্ক : ছাত্র আন্দোলনের বিরুদ্ধে জনমত গঠনে আওয়ামীপন্থী তারকাদের ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সাবেক তথ্যপ্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নেতৃত্বে। সেই গ্রুপের বেশকিছু স্ক্রিনশট গতকাল (৪ সেপ্টেম্বর) প্রকাশ্যে এসেছে। তাতে উঠে এসেছে গ্রুপে সক্রিয় শিল্পীদের কথোপকথন।
এই প্রসঙ্গটি গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে চর্চিত হচ্ছে। সবচেয়ে সমালোচনা হচ্ছে চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী অরুণা বিশ্বাসকে নিয়ে।
হোয়াটসঅ্যাপ গ্রুপে কথোপকথনের এক পর্যায়ে অরুণা লিখেছেন ‘গরম জল দিলেই হবে’। সেই কথাটি ধরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, আন্দোলনরত ছাত্রদের ওপর গরম পানি ঢালার পরামর্শ দিয়েছেন অরুণা।
যদিও কোন প্রেক্ষাপটে তিনি কথাটি লিখেছিলেন সে বিষয়ে এখনো মুখ খোলেননি কানাডায় অবস্থানরত অরুণা।
কিন্তু তাকে কটাক্ষ করতে ছাড়েননি ঢালিউডের আরেক আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গ্ল্যামার গার্ল লিখেছেন, ‘অমানুষ! হিংস্র! লোভী! এত হিংসা নিয়ে কখনই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে। থু…।’
তবে এটাই অরুণা বিশ্বাসকে নিয়ে পরীমনির প্রথম ফেসবুক স্ট্যাটাস নয়। গত বছরের জুনে পরী আরেকটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। ফলে ধারনা করা যায়, পুরনো রাগ মনের মধ্যে রয়েই গেছে পরীর! তাই হয়তো অরুণাকে কটাক্ষ করার আরেকটি সুযোগ হাতছাড়া করতে চাননি এই নায়িকা!
এক সাক্ষাৎকারে পরীমণির নাম উল্লেখ না করে অরুণা বিশ্বাস বলেন, ‘কিছু শিল্পী আছে আমাদের দেশে যারা ওভাররেটেড। তাদের ছবি কিন্তু চলে না, তাদের দর্শক দেখতে আসে না। কিন্তু ফেসবুকে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ। তাদের তো মানসিক সমস্যা হওয়ারই কথা।’
তিনি আরও বলেছিলেন, ‘আমরা যেহেতু শিল্পী, মানুষ আমাদের ভালোবাসেন। সে কারণে আমরা যাই করি ভেবে করা উচিত। তারপরও ভুল মানুষেরই হয়। কিন্তু কিছু করার আগে ভাবা উচিত। যদি আমাদের সংযত রাখার চেষ্টা করি তাহলে এসব সমাধান করা সম্ভব। আরও একটি বিষয় হচ্ছে, এডুকেশন বলে একটা বিষয় আছে। পারিবারিক শিক্ষা বলে একটি বিষয় আছে। এসবের জন্য বিশ্ববিদ্যালয় পাস করতে হয় না। সিনিয়রদের থেকেই শেখা যায়। আমরা শিখেছি।’
এরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরী লেখেন, ‘দিদি মিড লাইফ ক্রাইসিস ঠিকঠাক ডিল না করাটাও কিন্তু বিশাল মানসিক সমস্যা। একবার ৬ তলা বাড়ির মালিক বানিয়ে দিয়েছিলেন আমাকে। বাড়িটি এখনো খুঁজে পাওয়া যায়নি। এখন আবার আমার ঘরের মধ্যে ঢুকে পড়তে যাবেন না দিদি। এবার কিন্তু আমি আর ছেড়ে কথা বলব না আপনাকে। আর কোনো করুণা হবে না আপনার মিড লাইফ ক্রাইসিস নিয়ে।’
নায়িকার এমন স্ট্যাটাস দেখে নেটাগরিকরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলেন যে, এই দুই অভিনেত্রী একে অপরের বিরুদ্ধেই কথা বলছেন।
জানা যায়, এই মুহূর্তে অরুণা আছে কানাডায়। তিনি সেখানকার সিটিজেন। জানা যায়, শেখ হাসিনার সরকার পতনের পরপরই কানাডা চলে যান তিনি।
চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের নেতৃত্বে খোলা ওই ওয়াটস অ্যাপ গ্রুপে রয়েছেন অভিনেতা রিয়াজ, সাজু খাদেম, অভিনেত্রী শামীমা তুষ্টি, সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, চন্দন রেজা, সংগীতশিল্পী শুভ্র দেব, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরুসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।