বিনোদন ডেস্ক : শুধু সৌন্দর্যেই নয়, ফ্যাশান সেন্সেও যে কোনও বলি তারকাকেই টেক্কা দেন বলিউডের ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করেছেন মালাইকা যেখানে তাঁকে ডেনিম ব্লু জিন্স ও ডেনিম জ্যাকেট ও হালকা নীল টি-শার্টে দেখা গেছে। যাঁর ক্যাপশানে মালাইকা লিখেছিলেন “Saturday Blues ”
মালাইকার এই ছবি ও ক্যাপশান দেখে সোশ্যাল মিডিয়াতে ভাইপোর হবু বউয়ের সঙ্গে মশকরা করতে ছাড়লেন না অর্জুন কাপুরের কাকা সঞ্জয় কাপুর। মালাইকার এই ‘নীলাম্বরি’ ছবি দেখে সঞ্জয় কাপুর মজা করে লিখেছেন, ” বালির (ইন্দোনেশিয়ার সৈকত শহর) সমুদ্রও বোধহয় এত নীল নয়। ”
প্রসঙ্গত, বহুদিন হলো মালাইকার সঙ্গে সম্পর্কে রয়েছেন অর্জুন কাপুর। একে অপরের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যেই স্বীকারও করে নিয়েছেন মালাইকা ও অর্জুন। মাঝে মধ্যেই কখনও নিউ ইয়র্ক, কখনও বা মালদ্বীপে ছুটি কাটাতেও যেতে দেখা যায় অর্জুন-মালাইকাকে। প্রথমে অমত থাকলেও এখন মালাইকাকে অর্জুনের বহু বউ হিসাবে মেনেও নিয়েছেন কাপুর পরিবারের সদস্যরা। মাঝে মধ্যেই অনিল কাপুর, সঞ্জয় কাপুর, মেহদীপ কাপুর (সঞ্জয় কাপুরের স্ত্রী)-এর সঙ্গে পার্টি করতেও দেখা যায় মালাইকা ও অর্জুনকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।