বাংলাদেশের জনপ্রিয় অর্থনীতিবিদ রেহমান সোবহান মনে করেন যে, আমাদের অর্থনীতি কখনো ভালো জায়গায় পৌঁছাতে পারবে না যদি বড় ধরনের সংস্কার না হয়। জনগণ যদি অর্থনীতির পূর্ণ সফল পেতে চায় তাহলে সার্বিক সংস্কার প্রয়োজন। বাস্তব পরিস্থিতি বুঝে অর্থনৈতিক সংস্কারের দিকে মনোযোগ দিতে হবে।
বিশাল পরিমাণ অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে বলে মনে করেন বাণিজ্য প্রতিষ্ঠার শেখ বশির উদ্দিন। এমন সব প্রকল্প নেওয়া হয়েছিল যা দেশের জন্য কোন কল্যাণ বয়ে আনেনি। অন্তবর্তী সরকার অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে।
দেশের মধ্য থেকে এবং বিদেশি সোর্স থেকে যেন অনেক বিনিয়োগ নিয়ে আসা যায় সেজন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। তারা বেশ কিছু সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে।
গবেষণা সংস্থা সিপিডির সম্মেলনে উঠে আসে সংস্কারের নানা দিক। বাস্তবতা মাথায় রেখে সংস্কার এগিয়ে নেয়ার তাগিদ দেন বক্তারা। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, ‘পূর্বের আলোচনা বাদ দিয়ে এখন বাস্তবতার নিরিখে অর্থনৈতিক সংস্কারে জোর দিতে হবে। সার্বিকভাবে সংস্কার ছাড়া কোনো কিছুর সুফল পাওয়া যাবে না।’
এ সময় বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘টুকটাক এসব রিফর্ম করে কোনো কাজ হবে না। একদম নিচ থেকে শুরু করতে হবে এবং পর্যায়ক্রমে যা করণীয় তা করতে হবে।’ অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৬ সালে এলডিসি উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নে বাজার সুবিধা নিশ্চিত করতে আলোচনা শুরু করতে হবে এখনি। চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে বাণিজ্য বাড়াতে কাজ শুরুর তাগিদ দেন তারা।
অর্থনীতিবিদ আব্দুর রাজ্জাক বলেন, ‘এই পলিসি ইমপ্লিমেনটেশন যত তাড়াতাড়ি হয় ততই কিন্তু ভালো। আর সবশেষে বলি দেখেন, আমরা যতোই পলিসি দেই, আমরা যতই ভালো কথা বলি, এগুলো যদি ইমপ্লিমেন্টেশন না হয় তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না।’
এসময় বাণিজ্য উপদেষ্টা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল। শেখ বশিরউদ্দিন বলেন, ‘বিগত সরকারের সময়ে দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল। অপ্রয়োজনীয় প্রকল্প ও অর্থপাচার দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি করেছে। একই অবস্থা হয়েছে ব্যাংকিং সেক্টর ও নানান অবকাঠামো খাতে।’
রপ্তানি বহুমুখীকরণ এবং শ্রমিকদের দক্ষতা বাড়ানো ছাড়া আন্তর্জাতিক বাজারে টিকে থাকা কঠিন হবে বলেও মনে করেন উপদেষ্টা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।