’অর্থনৈতিক পরিভাষা’ বইটি কেনো পড়বেন?

অর্থনৈতিক পরিভাষা

আবু আলী জনপ্রিয় সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি ’অর্থনৈতিক পরিভাষা’ নামে নতুন বই প্রকাশ করেছেন। এটি অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। সাধারণত অর্থনীতির জটিল বিষয় মানুষ বুঝতে পারে না। এ বিষয়গুলোকে সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন তিনি। বইটি পড়লে পাঠক অর্থনীতির বেসিক বিষয় সহজে বুঝা যাবে। আব্দুল মজিদ রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ছিলেন। বইটির ইন্ট্রোডাকশন অংশে তার লেখা রয়েছে। পাশাপাশি দেশের অর্থনীতি নিয়ে কাজ করেছেন এ ধরনের জনপ্রিয় ব্যক্তিবর্গ বইটির সাথে যুক্ত ছিলেন।

অর্থনৈতিক পরিভাষা

‘অর্থনৈতিক পরিভাষা’ বইটিতে লেখক শেয়ারবাজার, ব্যাংক, বীমা, রাজস্ব ও ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত পরিভাষাসমূহ (টার্মস) সহজ, সরল ভাষায় সংক্ষেপে ব্যাখ্যা করেছেন। ফলে অর্থনীতি ও বাণিজ্য বিষয় নিয়ে কাজ করা শিক্ষানবিশ প্রতিবেদক থেকে শুরু করে এ বিষয়ে জানতে আগ্রহী পাঠকমাত্রই বইটি পড়ে উপকৃত হবেন। বিশেষ করে বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীরাদের জন্যেও বেশ সহায়ক হবে এই বইটি।

জ্যোতিপ্রকাশ থেকে প্রকাশিত ‘অর্থনৈতিক পরিভাষা’ বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে বিন্দু প্রকাশ-এর ২৬৬ নম্বর স্টলে এবং বাংলা একাডেমি চত্বরের ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৯৬২ নম্বর স্টলে। বিক্রয়মূল্য ২২০ টাকা ধার্য করা হলেও মেলা উপলক্ষে বইটি বর্তমানে ২৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে।

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে রিপোর্টিংয়ের সাথে যুক্ত আছেন লেখক আবু আলী। বর্তমানে তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এছাড়া শেয়ারবাজারে কর্মরত সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) তিনি বর্তমান সাধারণ সম্পাদক। উল্লেখ্য, ‘অর্থনৈতিক পরিভাষা’ বইটি লেখকের সপ্তম গ্রন্থ।

ইতোপূর্বে প্রকাশিত লেখকের গ্রন্থসমূহ হচ্ছে: ২০২৪ সালের বইমেলায় ভ্রমণকাহিনী ‘প্যারিস থেকে হামবুর্গ’, ২০২৩ সালের বইমেলায় ভ্রমণকাহিনী ‘টেমস থেকে নীলনদ’, ২০২২ সালে শেয়ারবাজার নিয়ে লেখা ‘শেয়ারবাজারের সহজপাঠ’, ২০২১ সালের বইমেলায় ভ্রমণসংক্রান্ত ‘আকাশ থেকে জলে’, ২০২০ সালের ‘মেঘ পাহাড়ের আলিঙ্গন’, এবং ২০১৮ সালে প্রকাশিত লেখকের প্রথম গ্রন্থ ‘শেয়ারবাজারের প্রাথমিক ধারণা’।