অর্থনীতি ডেস্ক : চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। আলোচ্য সময়ে করের ঘাটতি ১৪৯.০৬ বিলিয়ন অর্থাৎ ১৪ হাজার ৯০০ কোটি ছুঁয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
এনবিআর সূত্রে জানা গেছে, আগের বছরের তুলনায় চলতি বছর ১০টি পণ্য আমদানির নিম্নমুখী প্রবণতার কারণেই এ ধাক্কা। দশ পণ্যগেুলো হলো-সেলুলার মোবাইল ফোন, তামাকজাত পণ্য, মোটর সাইকেল, পণ্যবাহী কন্টেইনার, মোটর গাড়ি, ডিজেল তেল, তৈলাক্তকরণ তেল, পলিথিন, ডাবল কেবিন পিক-আপ, অ্যালুমিনিয়াম। অন্যদিকে অলোচ্য সময়ে শূন্য ও স্বল্প-করযুক্ত পণ্যের আমদানি ব্যপক হারে বৃদ্ধি পেয়েছে।
বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে ইতোমধ্যে অবহিত করেছে সংশ্লিষ্ট দুটি শাখা।
এদিকে কাস্টমস-এ খোঁজ নিয়ে আরও জানা গেছে, জুলাই-সেপ্টেম্বর মাসে শীর্ষ দশ পণ্য সরবরাহকারীদের কাছ থেকে ৯.৩৫ বিলিয়ন টাকা বা ৪৫ শতাংশ কম রাজস্ব পেয়েছে সরকার।
কাস্টমস আরও জানায়, অর্থবছরের এই তিন মাসে আলাদা আলাদা পণ্য আমদানিতে ১০৭.৫১ বিলিয়ন টাকা এক্সেমশন (অব্যহতি) দিয়েছে সরকার।
এ প্রসঙ্গে আলাপকালে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, রাজস্ব আদায়ে ঘাটতি এবং রাজস্ব-উৎপাদনকারী পণ্য আমদানি হ্রাস দেশের অর্থনীতিতে হতাশার প্রতিফলন ঘটায়।
খবর : ফিন্যান্সিয়াল এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।