অর্থমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ফেসবুক আইডি (Ahm Mustafa Kamal) টি হ্যাক হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। বার্তায় ফেসবুক আইডি হ্যাক হওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়, এই আইডি থেকে যদি কোন অনাকাঙ্খিত পোস্ট, রিকোয়েষ্ট বা বার্তা কারো কাছে যায় বিষয়টি সম্পর্কে সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হচ্ছে এবং অনাকাংঙ্খিত এ ঘটনার জন্য দু:খ প্রকাশ করা হচ্ছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে, দ্রুতই সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *