
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন অর্থ কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার হয়েছেন। বহুল বিতর্কিত এই উপদেষ্টা ইউএস-মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির কথা বলে ফান্ড সংগ্রহ করেছিলেন।
বিবিসি জানিয়েছে, ব্যাননসহ আরও তিনজন ‘উই বিল্ড দ্য ওয়াল’ ক্যাম্পেইনের মাধ্যমে কয়েক হাজার ডোনারের থেকে অর্থ নেন।
দেশটির ডিপার্টমেন্ট অব জাস্টিসের দাবি, তারা ২৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছেন।
বিতর্কিত ব্রাইটবার্ট নিউজ নেটওয়ার্কের প্রধান নির্বাহী নেতা স্টিভ ব্যানন কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত। মিথ্যা সংবাদ প্রকাশসহ নানা কর্মকাণ্ডে এর আগে তিনি সমালোচিত হয়েছেন।
ব্যানন এক সময় ট্রাম্পের প্রধান কৌশলবিদ ছিলেন। মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত আমেরিকা ফার্স্ট নীতির অন্যতম কারিগর মনে করা হয় তাকে। বছর দুই আগে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
অপসারিত হওয়ার পর ব্যানন পুনরায় ডানপন্থী ব্রেইটবার্ট নিউজ-এর দায়িত্বে ফিরে যান। ওই সময় তিনি জানান, ট্রাম্পের বিরুদ্ধে নয়, তার পক্ষেই লড়াই করবেন।
গত নির্বাচনের সময় মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দেন ট্রাম্প। অবৈধ অভিবাসী ঠেকিয়ে মার্কিন নাগরিকদের জীবন ‘আরও সুন্দর’ করার প্রতিশ্রুতি ছিল তার। নির্বাচনে জিতে এই দেয়াল নিয়ে নানা কাণ্ড করতে দেখা গেছে তাকে।
সিএনএন জানিয়েছে, ব্যানন ১ মিলিয়ন ডলারের বেশি নিজের অ্যাকাউন্টে নিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহার করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



