অর্থ পাচারের অভিযোগে ৪০০ কোটি রিয়াল বাজেয়াপ্ত করলো সৌদি

রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আদালত অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত একটি চক্রের জন্য ২৫ বছরের কারাদণ্ড এবং ৪০০ কোটি সৌদি রিয়াল (১০৬ কোটি মার্কিন ডলার) বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

রাষ্ট্রীয় টিভি আল-এখবারিয়া জানিয়েছে, অপরাধী চক্রটিতে একজন সৌদি নাগরিক এবং পাঁচজন আরব প্রবাসী রয়েছে। তারা বড় ধরনের আর্থিক লেনদেনের সাথে জড়িত এবং দেশের বাইরে অর্থ পাচার করেছে।
রিয়াল
সরকারি একটি সূত্র জানিয়েছে, অপরাধীরা ব্যাংক অ্যাকাউন্ট এবং বাণিজ্যিক রেজিস্ট্রি সম্পর্কিত বেশ কয়েকটি প্রতারণামূলক কাজ করেছে। অ্যাকাউন্ট এবং রেজিস্ট্রিগুলো যাদের কাছে হস্তান্তর করা হয়েছিল তারা অ্যাকাউন্টগুলোতে বড় অংকের অর্থ জমা দিয়েছে এবং বিদেশে বড় অংকের আর্থিক লেনদেন করেছে ।

সরকারি সূত্রটি জোর দিয়ে বলেছে, সৌদি আদালত দেশটির অর্থনীতি রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় আর্থিক নিরাপত্তার ক্ষতি করার উদ্দেশে যারা প্রতারণা করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দিতে আদালত দ্বিধা করবে না।

সূত্র : রয়টার্স এবং আল-আওসাত।

সিডনির নাগরিকদের প্রতি রানির নিজ হাতে লেখা গোপন চিঠি, পড়া যাবে ৬৩ বছর পর