বিদ্যুৎ সাশ্রয়ে রাজশাহীতে বন্ধ থাকবে অর্ধেক সড়ক বাতি

রাজশাহী প্রতিনিধি: রাত ১২টার পর রাজশাহী মহানগরীর অর্ধেক সড়ক বাতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১০ জুলাই) রাতে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম কর্মসূচি উদ্ধোধন অনুষ্ঠানে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, দেশে চলমান বিদ্যুৎ সংকটের কথা বিবেচনা করে নগরীর অর্ধেক সড়ক বাতি রাতের একটা নির্ধারিত সময় পর্যন্ত বন্ধ রাখা হবে। সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

মেয়র লিটন বলেন, এখন সড়ক বাতিতে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হচ্ছে অর্ধেক বাতি বন্ধ রাখলে চারভাগের তিন ভাগ বিদ্যুৎ সাশ্রয় হবে।

পশুর বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করার জন্য রাজশাহী মহানগরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যথা সময়ে নিজ নিজ পশুর বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করা হয়েছে। আমরা নগরবাসীর কাছ থেকে এমন সহযোগীতা সবসময় প্রত্যাশা করি।