স্পোর্টস ডেস্ক : হঠাৎ দেখে অনেকে অবাক হয়েছেন। কাঁটা টায়ার দিয়ে ক্রিকেটাররা কী করছেন? তবে অনুশীলন শুরুর পর বোঝা গেল কাটা টায়ারের রহস্য। একের পর এক দৌড়ে আসছেন ইবাদত হোসেন আর হাসান মাহমুদ, বল ছুড়ে চলেছেন কাটা টায়ারের ফাঁকাটা লক্ষ্য করে। উদ্দেশ্য টায়ারের মাঝখান দিয়ে বল ঢুকিয়ে নিতে হবে ওপাড়ে। মূলত বোলারদের লাইন-লেন্থ নিখুঁত করতে এই পদ্ধতি বেছে নিয়েছেন ‘দ্য জিনিয়াস’ খ্যাত শ্রীরাম শ্রীধরন।
দুজন করে জুটি বানিয়ে শিষ্যদের দিয়ে এভাবেই অনুশীলন চালালেন ঘণ্টা কয়েকজুড়ে। প্রথমে ইবাদত আর হাসান মাহমুদ, পরের ধাপে তাসকিন ও মুস্তাফিজ, শেষটা হলো সাইফুদ্দীন আর শরিফুলে। এই পরিকল্পনায় যে তারা মোটামুটি সফল, তা বোঝা গেলো টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরামের হাততালি দেখে। বোলারদের তিনি অনুশীলন করিয়েছেন ইয়র্কার, ওয়াইড ইয়র্কার আর গুড লেন্থে। ভালো করলে বাহবা মিলেছে, ভুল হলে দেখিয়ে দিয়েছেন শ্রীরাম কিভাবে কী করতে হবে।
সংযুক্ত আরব আমিরাতে এভাবেই চলছে বিশ্বকাপের আগে টাইগারদের নিজেদের গুছিয়ে নেয়ার মিশন। মূলত বৈরী আবহাওয়ার কারণে দেশের মাটিতে অনুশীলনে সমস্যার সম্মুখীন হচ্ছিলো বাংলাদেশ দল। এমন পরিস্থিতিতে বিকল্প অনুশীলনের স্থান হিসেবে আরব আমিরাতকে বেছে নেয় বিসিবি। সুযোগ পেয়ে আরব আমিরাত ক্রিকেট বোর্ড দিয়ে বসে বিপরীত প্রস্তাব। একটা টি-টোয়েন্টি সিরিজই খেলতে চায় তারা বাংলাদেশের বিপক্ষে।
এমন প্রস্তাব যেন বিসিবি’র সোনায় সোহাগা। প্রথমত ম্যাচ অনুশীলনের সুযোগ হচ্ছে, সাথে আরব আমিরাত ক্রিকেট বোর্ড সিরিজ আয়োজন করায়, সমস্ত খরচও তাদেরই বহন করতে হবে। ফলে ‘সাপও মরলো, লাঠিও ভাঙলো না’ উপলক্ষ পাওয়ায় বিসিবি’র ‘হ্যাঁ’ সম্মতিতে গত ২২ সেপ্টেম্বর টাইগাররা দেশ ছাড়ে। সেখানে গতকালই প্রথম অনুশীলনে নামে বাংলাদেশ দল।
এদিকে হঠাৎ সিরিজ আয়োজন হওয়ায় ছুটিতে থাকা বোলিং কোচ এ্যালান ডোনাল্ড নেই দলের সাথে। তার যোগ দেয়ার কথা নিউজিল্যান্ডে, ত্রিদেশীয় সিরিজে। দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানও। সিপিএল খেলতে ব্যস্ত থাকা সাকিবের পরিবর্তে দলের নেতৃত্ব দিবেন সহঅধিনায়ক নুরুল হাসান সোহান। আগামীকাল প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ২৭ সেপ্টেম্বর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।