বিনোদন ডেস্ক : দুর্নীতির দায়ে আটক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের আরেকটি বাড়ির সন্ধান পাওয়া গেছে।
শান্তিনিকেতনে অবস্থিত ‘অপা’ নামের ওই বাড়িটি অর্পিতা মুখোপাধ্যায়ের বলে জানিয়েছেন বীরভূম জেলার বোলপুরের ভূমি রাজস্ব কর্মকর্তা সঞ্জয় রায়।
তিনি জানান, শান্তিনিকেতনের ফুলডাঙ্গায় ১০ কাঠা জমির ওপর নির্মিত এই বাড়ি অর্পিতা মুখার্জির নামে। জমির রেকর্ডও তাঁর নামে করা হয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে অর্পিতার নামে রেকর্ড হয় ওই বাড়িটি।
সাবেক মন্ত্রী পার্থ এবং অর্পিতাকে জেরা করে শ্যামবাটির এই বাড়ির খোঁজ পান ইডি কর্মকর্তারা। অনেকের দাবি, অর্পিতা এবং পার্থের নামের আদ্যক্ষর মিলিয়ে এই বাড়ির নামকরণ করা হয়েছে।
স্থানীয়দের দাবিমতে, ‘অপা’ নামকরণ হয়েছে অর্পিতার নামের আদ্যক্ষর ‘অ’ এবং পার্থর নামের আদ্যক্ষর ‘পা’ থেকে। ওই বাড়িতে নিয়মিত ছুটি কাটাতে যেতেন অর্পিতা। তবে পার্থকে সেখানে কখনো দেখা যায়নি।
এর আগে গত ২২ জুলাই টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে ২১ কোটি রুপিরও বেশি নগদ উদ্ধার করে ইডি। এ ঘটনায় পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রীর বাড়ি থেকেও অর্পিতার নামে বিভিন্ন সংস্থার নথি ও সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে বলে তদন্ত রিপোর্টে জানিয়েছে ইডি।
অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার ওই সব নথির ভিত্তিতেই কলকাতা, শান্তিনিকেতনসহ রাজ্যে একাধিক জায়গায় বেশ কিছু জমি ও বাড়ির খোঁজ মিলেছে। সেগুলির প্রায় সবগুলোরই মালিকানা অর্পিতার নামে। সেগুলিতে পার্থের নাম ছিল না। এবার শান্তিনিকেতনের বাড়ির মালিকানাও দেখা গেল অর্পিতারই নামে। আপাতত অর্পিতা-পার্থ ইডির হেফাজতে রয়েছেন। আদালতের নির্দেশে ৩ আগস্ট পর্যন্ত তারা ইডি হেফাজতেই থাকবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।