কথা রাখলেন অলরাউন্ডার নাসির

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর আগে নাসির হোসেন বলেছিলেন, ‘যেখানেই খেলি না কেন পারফরম করার চেষ্টা করি।’ ডিপিএলে ভালো খেলে ফের জাতীয় দলে অন্তর্ভুক্তির সুযোগ নেবেন বলেও জানিয়েছিলেন তিনি।

ফাইল ছবি

‘ব্যাড বয়’ তকমা ঝেরে ফিরে পেতে চান ‘মিস্টার ফিনিশার’ খেতাব।

নিজের সেই কথা যেন রাখতে চলেছেন জাতীয় দলের এক সময়ের স্বীকৃত অলরাউন্ডার।

ডিপিএলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে সেঞ্চুরি হাঁকালেন তিনি। ঠিক ১০০ বল খেলে ১৩টি বাউন্ডারি ও ২টি ছক্কার মারে তিন অংকের ঘরে পৌঁছান নাসির

সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে শুক্রবার রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে এ সেঞ্চুরি তুলে নিয়েছেন এ অলরাউন্ডার।

তার আগে সেঞ্চুরি হাঁকান জাতীয় দলের এক সময়ের ওপেনার এনামুল বিজয়ের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন নাসির।

এ দুজনের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছেন প্রাইম ব্যাংক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে প্রাইম ব্যাংকের সংগ্রহ ৩ উইকেটে ২৬৫ রান। ১২৭ রান করে থেমেছেন এনামুল। নাসির অপরাজিত আছেন ১০৪ রান করে। তবে পায়ে ক্র্যাম্প করায় আহত অবসর নিয়ে তিনিও চলে গেছেন সাজঘরে।

টস হেরে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই আউট হন প্রাইম ব্যাংকের ওপেনার শাহাদাত হোসেন দীপু। কিন্তু আরেক ওপেনার বিজয় মারমুখি হয়ে খেলতে থাকেন। দ্বিতীয় উইকেটে ৩৯ রান যোগ করে আউট হন ভারতের অভিমান্যু ঈশ্বর (২১)।

এরপর তৃতীয় উইকেট জুটিতে ১৯৬ রান যোগ করেন নাসির ও বিজয়। ক্যারিয়ারের ১৩তম লিস্ট এ সেঞ্চুরিতে ৮টি করে চার ও ছয়ের মারে ১২৫ বলে ১২৭ রান করে আউট হন বিজয়।

বিজয় সাজঘরে ফেরার ওভারেই থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন নাসির।