স্পোর্টস ডেস্ক: টোকিও অলিম্পিক গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে গতকাল (শনিবার) ১০.৬১ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেছেন থম্পসন-হেরাহ। শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসকে পেছনে ফেলে দ্রুততম মানবীর মুকুট পরেছেন থম্পসন-হেরাহ।
১০.৬১ সেকেন্ডে ১০০ মিটার শেষ করে অলিম্পিকের ৩৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন থম্পসন-হেরাহ। ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার ১০ দশমিক ৬২ সেকেন্ড টাইমিং নিয়ে এতদিন অলিম্পিকসের রেকর্ড টাইমিংয়ের মালিক ছিলেন।
এই ইভেন্টের তিনটি পদকই পেল জ্যামাইকা। দ্বিতীয় হয়েছেন ফ্রেজার-প্রাইস। তৃতীয় শেরিকা জ্যাকসন। ২০০৮ সালেও মেয়েদের এই ইভেন্টে তিনটি পদক পেয়েছিল জ্যামাইকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।