বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন জনপ্রিয় টলিউড তারকা অঙ্কুশ হাজরা।
বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই সে ঘটনা জানান। পোস্ট করেন নিজের দুমড়েমুচড়ে যাওয়া মার্সিডিজ গাড়ির ছবিও।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, পশ্চিমবঙ্গের কোলাঘাট থেকে ধুলাগড় টোলপ্লাজার ঠিক মাঝামাঝি দুর্ঘটনার কবলে পড়েন অঙ্কুশ। অল্পের জন্য বেঁচে যান তিনি।
ইনস্টাগ্রামে তিনি জানান, আগেরদিন রাতে হাইওয়েতে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এক লরিগাড়ি তার মার্সিডিজকে ধাক্কা দেয়। মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল লরিচালক।
উদ্বেগ প্রকাশ করে অঙ্কুশ লিখেন, ‘আমাদের রাজ্যে অহরহ এধরনের দুর্ঘটনা ঘটে চলেছে। প্রায় লাখ লাখ এই কেস পাওয়া যাবে। চালকদের জন্য আইন কঠিন করা প্রয়োজন। দয়া করে, প্রত্যেকে নিরাপদে থাকুন।’
এ দিকে মহাসড়কের ওই অংশটির মধ্যে পাঁচটি থানা পড়ে। ফলে কোনো থানাই অঙ্কুশ অভিযোগ নেয়নি। আর তাতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।