আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের একটি সামরিক উড়োজাহাজ অল্পের জন্য রক্ষা পেয়েছে। প্রশিক্ষণ উড়োজাহাজটি উড্ডয়নের সময় বিকল হয়ে রানওয়ে থেকে ছিটকে ধানক্ষেতে চলে যায়। বিমানটি উড্ডয়নের পর ইঞ্জিন বিকল হলে বড় দুর্ঘটনার শঙ্কা ছিল বিলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতির খবরে বলা হয়েছে, রানওয়ে থেকে বিমানটি ছিটকে পড়ার পর বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ হয়ে যায়। তবে অল্প সময়ের মধ্যে আবার বিমানবন্দরটি চালু হয়।
গেল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় দেশটির সেনাবাহিনীর ওয়াই-৮ বিমানটি হঠাৎ করেই ইঞ্জিন বিকল হয়ে এ ঘটনা ঘটে।
Advertisement
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জো মিন তুন জানিয়েছেন, বিমানটি প্রশিক্ষণের জন্য নেয়া হয়েছিল। কিন্তু সেটির ইঞ্জিন বিকল হয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। উড়োজাহাজটির বাম পাশের ইঞ্জিন বিকল হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।