বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান। অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে কোটি কোটি ভক্তের মন জয় করেছেন।
এই অভিনেতার ক্যারিয়ারে অন্যতম দর্শকপ্রিয় সিনেমা তেরে নাম। মুক্তির পর দর্শকের কাছে বেশ ভালো সাড়া পেয়েছিলেন সালমান। কিন্তু সিনেমার সেটে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন ‘বলিউডের ভাইজান’।
২০০৩ সালে মুক্তি পাওয়া তেরে নাম সিনেমার একটি দৃশ্যে সালমানকে রেললাইন দিয়ে হাঁটতে হয়। শুটিং করতে গিয়ে সালমান এই দৃশ্যে এতটাই মগ্ন হয়ে পড়েন যে, পেছন থেকে ট্রেন আসছে বিষয়টি খেয়াল করেননি। সৌভাগ্যক্রমে একজন সহ-অভিনয়শিল্পী তাকে ধাক্কা দিয়ে রেললাইন থেকে সরিয়ে দেন। এতে মর্মান্তিক দুর্ঘটনা থেকে রক্ষা পান সালমান খান।
করোনাভাইরাসের কারণে বর্তমানে তার প্যানভেল খামার বাড়িতে আছেন সালমান খান। এই অভিনেতার সঙ্গে তার বোন অর্পিতা খান শর্মা, ভগ্নিপতি আয়ুশ শর্মা, সোহেল খানের ছেলে নির্বাণ আছেন।
এদিকে ভারতে লকডাউন ঘোষণার পর অসহায় হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সিনেমা জগতের দিন মজুর টেকশিয়ান ও কর্মীদের পাশে দাঁড়িয়েছেন সালমান। প্রায় ২৫ হাজার মানুষকে টাকা ও খাবার দিয়ে সাহায্য করছেন এই অভিনেতা। এছাড়া সম্প্রতি মাটি কাটার কাজ করেন এমন ৫০ জন নারী শ্রমিককে সাহায্যের ব্যবস্থা করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



