অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: দশম ওয়ানডে সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েও পারলেন না সাকিব। সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থাকতেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। আউট হওয়ার ধরনে অবশ্য নিজেই নিজের ওপর হতাশ হবেন তিনি।

গ্রাহাম হিউমের অফ স্টাম্পের বেশ বাইরের বলে, প্রায় ওয়াইড-ঘেঁষা লাইনে আলগাভাবে ব্যাট চালিয়েছিলেন সাকিব। এজড হয়েছেন তাতেই, উইকেটকিপার লরকান টাকার নিয়েছেন সহজ ক্যাচ। সাকিবের বিদায়ে ২১৬ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

এর আগে, ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের সুখস্মৃতির রেশ কাটতে না কাটতেই আবারও মাঠের লড়াইয়ে নামে লাল-সবুজের জার্সিধারীরা। সামনে প্রতিপক্ষ এবার আয়ারল্যান্ড। যেখানে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামে টাইগাররা।

বামন ভক্তের ইচ্ছে পূরণ করলেন তামিম